Sunday, May 4, 2025

বিজেপির সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে পরিবার ভাঙে, দল ভাঙে: সুপ্রিয়া সুলে

Date:

মারাঠা রাজনীতিতে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে এনসিপি(NCP)। কাকা শরদ পাওয়ারের(Sharad Pawar) সঙ্গ ছেড়ে সাঙ্গপাঙ্গ সহ এনডিএ-তে(NDA) যোগ দিয়েছে ভাইপো অজিত পাওয়ার(Ajit Pawar)। দলে এই বিভাজনের জন্য সরাসরি বিজেপিকে(BJP) দায়ি করলেন এনসিপি’র কার্যকরী সভানেত্রী সুপ্রিয়া সুলে(Supriya Sule)। রীতিমতো তোপ দেগে তিনি জানালেন, “বিজেপি একেবারে মহারাষ্ট্র বিরোধী। তারা পরিবার ভাঙে, দল ভাঙে।”

এনসিপিতে দলে ভাঙন প্রসঙ্গে বলতে গিয়ে সরাসরি বিজেপিকে আক্রমণ শানান দলের কার্যকরী সভানেত্রী সুপ্রিয়া সুলে। বিজেপির সংকীর্ণ দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে সরব হয়ে সুলে বলেন, “এটা স্পষ্ট হয়ে গেছে যে বিজেপি একেবারে মহারাষ্ট্র বিরোধী। তারা পরিবার ভাঙে, দল ভাঙে। আমার ক্ষোভ শুধু বিজেপির বিরুদ্ধে। আমি বিজেপি ছাড়া কাউকে দোষ দিই না। তারা সুষ্ঠূ গণতন্ত্রে বিশ্বাস করে না। নতুন বিজেপি তাদের মতো যারা আমাদের শত্রু হিসাবে দেখে অগভীর, সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে।” জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) বিভক্ত হওয়ার পর তাঁর প্রথম সাক্ষাৎকারে সুপ্রিয়া সুলে বলেন, “আমি বিশ্বাস করি যে আমরা আমাদের দিক থেকে, পরিবারটিকে অটুট রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব। পরিবারে রাজনীতি না আনার চেষ্টা করব। তিনি (অজিত পাওয়ার) একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ভারতীয় নাগরিক হিসাবে নিজের পথ বেছে নিয়েছেন। কেন পরিবারের মধ্যে রাজনৈতিক লড়াই হবে? এটা একটা আদর্শিক লড়াই। দুটি মতাদর্শ একে অপরের বিরুদ্ধে লড়বে। আমরা পরিবার হিসেবে এক হব, কিন্তু আদর্শগতভাবে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করব।”

একইসঙ্গে দলের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে সুপ্রিয়া সুলে বলেন, দল একটি “আবেগগত বিভাজনের” সম্মুখীন হয়েছে।  সুলের বক্তব্য অনুযায়ী, তিনি তাঁর বড় ভাই এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার যিনি বিজেপির সাথে হাত মিলিয়েছেন, তার বিরুদ্ধে আদর্শগত যুদ্ধ লড়বেন। তবে তিনি এটাও স্পষ্ট করে জানান, আদর্শগত লড়াই চালিয়ে গেলেও তারা “পরিবার হিসেবে এক”।

Related articles

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...
Exit mobile version