Wednesday, December 24, 2025

রেলসেতু দু.র্ঘটনায় বাংলার নিহ*ত শ্রমিকের সংখ্যায় গড়মিল! মৃত্যু লুকোচ্ছে মিজো প্রশাসন

Date:

Share post:

মিজোরামের নির্মীয়মান রেলসেতু দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলার বহু শ্রমিক। মালদহেই ২৩ জনের ম্ত্যুর খবর পাওয়া গেছে। বুধবার একথা জানিয়েছেন মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া। এদিকে বৃহস্পতিবার আইজলের জেলাশাসক নাজুক কুমার জানান, ‘‘এখনও পর্যন্ত ১৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁরা প্রত্যেকে মালদহের বাসিন্দা।’’ তিনি আরও বলেন, ‘‘ জখম তিন জনের চিকিৎসা চলছে হাসপাতালে। তাঁরাও মালদহের বাসিন্দা।’’প্রশ্ন হল,সেতু বিপর্যয়ে বুধবার নিহতদের সংখ্যার সঙ্গে বৃহস্পতিবারের পরিসংখ্যানের গড়মিল কীভাবে হল? নাকি গুজরাটের সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা যেভাবে গোপন করা হয়েছিল, সেই পথেই হেঁটে বিজেপি শাসিত মিজোরামেও মৃতের সংখ্যা গোপনের চেষ্টা চলছে? নাহলে তো হিসেবে গড়মিল থাকার প্রশ্নই ওঠে না। সঠিক সংখ্যা কেন প্রকাশ করছে না মিজোরাম সরকার?
যদিও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মিজোরামের রাজধানী আইজলের জেলাশাসক। নাজুক জানান, ‘‘যে ব্রিজটি তৈরি হচ্ছিল, সেটা দুর্গম জায়গায়। খাদ রয়েছে, ঝোপ রয়েছে। সেখানে আরও দেহ আটকে রয়েছে কি না, তা তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে।’’ মিজো পুলিশ, আইজল জেলা প্রশাসনের পাশাপাশি উদ্ধারকাজে নেমেছে বিএসএফ, এনডিআরএফের দল।
বুধবার মিজোরামের রাজধানী আইজল থেকে ২০ কিলোমিটার দূরে নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে বুধবার শ্রমিকদের মৃত্যুর ঘটনা ঘটেছিল। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে নিহত ও আহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের ক্ষতিপূরণের আশ্বাস দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মালদহের মৃত শ্রমিকদের দেহ রাজ্যে ফিরিয়ে আনার ব্যাপারে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে মিজোরাম সরকার এবং উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের সঙ্গে সমন্বয় রাখার নির্দেশ দিয়েছেন তিনি।মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে মালদহের জেলাশাসককেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বুধবার থেকেই নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং মৃতদেহ ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে তৎপর মালদহের জেলাশাসক। তারইমধ্যে বৃহস্পতিবার আইজলের জেলাশাসকের নিহতদের পরিসংখ্যান নিয়ে শুদ্রু হয়েছ দ্বন্দ্ব। তবে কী গুজরাটের সেতু বিপর্যয়ের মতো মিজোরামের সেতু বিপর্যয়েও মৃতের সংখ্যা গোপন করছে বিজেপি সরকার? এই নিয়ে শুরু হয়েছে চর্চা।

 

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...