Monday, August 25, 2025

এশিয়া কাপের আগে ইয়ো ইয়ো পরীক্ষায় নজির গড়লেন বিরাট, সোশ্যাল মিডিয়ায় দিলেন আপডেট

Date:

Share post:

সামনেই এশিয়া কাপ এবং একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই প্রস্তুতিতে ব‍্যস্ত ভারতীয় ক্রিকেটাররা। ৩০ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ। আর এই টুর্নামেন্টের আগে এই মুহূর্তে বেঙ্গালুরুতে এশিয়া কাপের প্রস্তুতিতে রয়েছে ভারতীয় দল। আর সেখানেই ইয়ো ইয়ো টেস্টে পাশ করলেন বিরাট কোহলি। শুধু পাশ করাই নয়, নিজের পুরোনো রেকর্ডও ভেঙে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেকথা নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন বিরাট কোহলি।

এদিন সোশ্যাল মিডিয়ায় বিরাট একটি ছবি পোস্ট করে লেখেন,”ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি ও চ্যালঞ্জের মধ্যে ইয়ো-ইয়ো পরীক্ষা শেষ করার মজা আলাদা। ১৭.২ সম্পন্ন করলাম।” আর এই পোস্টের মধ্য দিয়েই বিরাট বুঝিয়ে দিলেন যে তাঁর ফিট‌নেস বাকিদের থেকে একেবারে আলাদা।

ভারত অধিনায়ক থাকার সময় ক্রিকেটারদের ফিটনেসের ওপর জোর দেন বিরাট। সেই ধারাই বজায় রেখেছে বিসিসিআই। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপাতে হলে ইয়ো ইয়ো টেস্টে পাশ করা বাধ্যতামূলক। এশিয়া কাপের প্রস্তুতি শিবিরের শুরুতেই ক্রিকেটারদের এই পরীক্ষা নেওয়া হয়।

জানা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরেছেন যে সমস্ত ক্রিকেটার, তাদেরকে বিসিসিআইয়ের তরফে ১৩ দিনের ফিটনেস প্রোগ্রাম দেওয়া হয়েছে। সূত্রের খবর, ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন ফিট‌নেস পরিকল্পনা করা হয়েছে। ফিজিওথেরাপিস্ট এবং প্রশিক্ষকদের সঙ্গে কথা বলেই গোটা প্রোগ্রামটি তৈরি করেছে এনসিএ। প্রস্তুতি শিবিরে ক্রিকেটারদের ফিটনেসের লেভেল বুঝে নেওয়াই এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল।

আরও পড়ুন:কীভাবে পাওয়া যাবে ক্রিকেট বিশ্বকাপের টিকিট? জানাল বিসিসিআই

 

 

 

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...