Wednesday, November 5, 2025

এশিয়া কাপের আগে ইয়ো ইয়ো পরীক্ষায় নজির গড়লেন বিরাট, সোশ্যাল মিডিয়ায় দিলেন আপডেট

Date:

Share post:

সামনেই এশিয়া কাপ এবং একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই প্রস্তুতিতে ব‍্যস্ত ভারতীয় ক্রিকেটাররা। ৩০ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ। আর এই টুর্নামেন্টের আগে এই মুহূর্তে বেঙ্গালুরুতে এশিয়া কাপের প্রস্তুতিতে রয়েছে ভারতীয় দল। আর সেখানেই ইয়ো ইয়ো টেস্টে পাশ করলেন বিরাট কোহলি। শুধু পাশ করাই নয়, নিজের পুরোনো রেকর্ডও ভেঙে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেকথা নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন বিরাট কোহলি।

এদিন সোশ্যাল মিডিয়ায় বিরাট একটি ছবি পোস্ট করে লেখেন,”ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি ও চ্যালঞ্জের মধ্যে ইয়ো-ইয়ো পরীক্ষা শেষ করার মজা আলাদা। ১৭.২ সম্পন্ন করলাম।” আর এই পোস্টের মধ্য দিয়েই বিরাট বুঝিয়ে দিলেন যে তাঁর ফিট‌নেস বাকিদের থেকে একেবারে আলাদা।

ভারত অধিনায়ক থাকার সময় ক্রিকেটারদের ফিটনেসের ওপর জোর দেন বিরাট। সেই ধারাই বজায় রেখেছে বিসিসিআই। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপাতে হলে ইয়ো ইয়ো টেস্টে পাশ করা বাধ্যতামূলক। এশিয়া কাপের প্রস্তুতি শিবিরের শুরুতেই ক্রিকেটারদের এই পরীক্ষা নেওয়া হয়।

জানা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরেছেন যে সমস্ত ক্রিকেটার, তাদেরকে বিসিসিআইয়ের তরফে ১৩ দিনের ফিটনেস প্রোগ্রাম দেওয়া হয়েছে। সূত্রের খবর, ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন ফিট‌নেস পরিকল্পনা করা হয়েছে। ফিজিওথেরাপিস্ট এবং প্রশিক্ষকদের সঙ্গে কথা বলেই গোটা প্রোগ্রামটি তৈরি করেছে এনসিএ। প্রস্তুতি শিবিরে ক্রিকেটারদের ফিটনেসের লেভেল বুঝে নেওয়াই এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল।

আরও পড়ুন:কীভাবে পাওয়া যাবে ক্রিকেট বিশ্বকাপের টিকিট? জানাল বিসিসিআই

 

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...