Saturday, November 15, 2025

এশিয়া কাপের আগে ইয়ো ইয়ো পরীক্ষায় নজির গড়লেন বিরাট, সোশ্যাল মিডিয়ায় দিলেন আপডেট

Date:

সামনেই এশিয়া কাপ এবং একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই প্রস্তুতিতে ব‍্যস্ত ভারতীয় ক্রিকেটাররা। ৩০ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ। আর এই টুর্নামেন্টের আগে এই মুহূর্তে বেঙ্গালুরুতে এশিয়া কাপের প্রস্তুতিতে রয়েছে ভারতীয় দল। আর সেখানেই ইয়ো ইয়ো টেস্টে পাশ করলেন বিরাট কোহলি। শুধু পাশ করাই নয়, নিজের পুরোনো রেকর্ডও ভেঙে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেকথা নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন বিরাট কোহলি।

এদিন সোশ্যাল মিডিয়ায় বিরাট একটি ছবি পোস্ট করে লেখেন,”ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি ও চ্যালঞ্জের মধ্যে ইয়ো-ইয়ো পরীক্ষা শেষ করার মজা আলাদা। ১৭.২ সম্পন্ন করলাম।” আর এই পোস্টের মধ্য দিয়েই বিরাট বুঝিয়ে দিলেন যে তাঁর ফিট‌নেস বাকিদের থেকে একেবারে আলাদা।

ভারত অধিনায়ক থাকার সময় ক্রিকেটারদের ফিটনেসের ওপর জোর দেন বিরাট। সেই ধারাই বজায় রেখেছে বিসিসিআই। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপাতে হলে ইয়ো ইয়ো টেস্টে পাশ করা বাধ্যতামূলক। এশিয়া কাপের প্রস্তুতি শিবিরের শুরুতেই ক্রিকেটারদের এই পরীক্ষা নেওয়া হয়।

জানা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরেছেন যে সমস্ত ক্রিকেটার, তাদেরকে বিসিসিআইয়ের তরফে ১৩ দিনের ফিটনেস প্রোগ্রাম দেওয়া হয়েছে। সূত্রের খবর, ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন ফিট‌নেস পরিকল্পনা করা হয়েছে। ফিজিওথেরাপিস্ট এবং প্রশিক্ষকদের সঙ্গে কথা বলেই গোটা প্রোগ্রামটি তৈরি করেছে এনসিএ। প্রস্তুতি শিবিরে ক্রিকেটারদের ফিটনেসের লেভেল বুঝে নেওয়াই এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল।

আরও পড়ুন:কীভাবে পাওয়া যাবে ক্রিকেট বিশ্বকাপের টিকিট? জানাল বিসিসিআই

 

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version