Saturday, August 23, 2025

যাদবপুরের ছায়া দুর্গাপুরে! কলেজের হস্টেলে ম.র্মান্তিক পরিণতি পড়ুয়ার

Date:

যাদবপুরকাণ্ড (Jadavpur University) নিয়ে তোলপাড় রাজ্য। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার দুর্গাপুরের (Durgapur) বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের (BC Roy Engineering College)  হস্টেল (Hostel) থেকে উদ্ধার হল তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ। এদিন সকালেই এসএসকেএম (SSKM) হাসপাতালের লিটন হস্টেল থেকে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আর তার কিছুক্ষণ কাটতে না কাটতেই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রাবাস থেকে মিলল এক ছাত্রের ঝুলন্ত দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিউ টাউনশিপ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্র বিহারের ভাগলপুরের বাসিন্দা। দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স এবং ডিজাইনের তৃতীয় বর্ষের ছাত্র সে। এদিন বয়েজ হস্টেলের চার তলার একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হস্টেলের অন্য পড়ুয়ারা জানিয়েছেন, গত ২২ অগাস্ট অর্থাৎ, মঙ্গলবার তাঁকে শেষ বার কলেজ চত্বরে দেখা গিয়েছিল। তারপর থেকে তাঁকে আর দেখা যায়নি। এদিকে হস্টেল আবাসিকদের থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন, বিগত কয়েক দিন ধরেই মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন ওই পড়ুয়া। তারপর আচমকাই এমন ঘটনা ঘটে।

তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের ডিন জানান, তৃতীয় বর্ষের এই ছাত্র কলেজ হস্টেলেই থাকতেন। হস্টেলেই তাঁর হাতে গোনা কয়েকজন বন্ধু ছিল। বাইরে খুব একটা মেলামেশা করতেন না। তবে পরিবারের লোকদের সঙ্গে কথা বলে পুলিশের কাছে দায়ের হয় অভিযোগ। তিনি আরও জানান, হস্টেলের চারতলায় এখন সংস্কারের কাজ চলছে। এদিন ইলেকট্রিক মিস্ত্রি উপরে উঠে পচা গন্ধ পান। তারপরেই ওই ছাত্রের ঝুলন্ত দেহ নজরে আসে।

 

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version