Monday, August 25, 2025

চাঁদমামা এখন আরও কাছের। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রেখেছে ভারত (India)। পৃথিবীর সবথেকে কাছের উপগ্রহের দক্ষিণ গোলার্ধে প্রথম ভারতীয় মহাকাশযানের পদার্পণ ইতিহাস তৈরি করেছে। ১৪ দিন ধরে চাঁদের দেশের অচেনা দিকগুলি পৃথিবীকে চেনানোর কাজে লেগে পড়েছে চন্দ্রযান-৩-এর রোভার প্রজ্ঞান (Rover Praggyan)। ইসরো ইতিমধ্যেই সূর্য অভিযান মিশন আদিত্য এল ১-এর (Aditya L1)ঘোষণা করে দিয়েছে। তবে চাঁদ নিয়ে বড় আপডেট দিল আমারিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (National Aeronautics and Space Administration)। এবার চন্দ্রাভিযানে নারীশক্তির উদযাপন করতে এবার এক মহিলা মহাকাশচারীকে (female astronaut) চাঁদে পাঠাতে চাইছে এই সংস্থা (NASA)।

চাঁদে এখনও পর্যন্ত ১২ জন নভশ্চর পা রেখেছেন। কিন্তু সেই তালিকায় কোনও মহিলা নেই। যেখানে আজকের দুনিয়ায় পুরুষের সঙ্গে নারী সমান দাপটে জলে স্থলে অন্তরীক্ষে কাজ করছে, এমনকি মহাকাশে স্পেস স্টেশনে (Space Station)পৌঁছে গেছেন মহিলা বিজ্ঞানীরা, তাহলে চাঁদ কেন নয়? ১৯৬৯ সালে প্রথম বার চাঁদের মাটিতে পা রেখেছিলেন মহাকাশচারী নীল আর্মস্ট্রং। তাঁর সঙ্গেই চন্দ্রভূমে নেমেছিলেন এডউইন অলড্রিন। তবে সেই নিয়ে বিতর্কও রয়েছে। এর পর ১৯৭২ সালে অ্যাপোলো ১৭-এর কমান্ডার ইউজিন সার্নান শেষবারের মতো চাঁদে কোনও মহাকাশচারী হেঁটে ছিলেন। এবার মহিলা মহাকাশচারী পাথিয়ে ২০২৪ সালের নভেম্বর মাসে আবার চাঁদে মানুষ পাঠাবে NASA। প্রথম মহিলা মহাকাশচারী হিসাবে চাঁদে যাবেন ক্রিস্টিনা হামোক কচ (astronaut Christina Koch)। তাঁর সঙ্গে যাবেন জেরেমি হানসেন, ভিক্টর গ্লোভার এবং রিড ওয়াইজম্যান (Jeremy Hansen, Victor Glover and Reid Wiseman)। ১০ দিনের আটেমিস-২ অভিযানের প্রস্তুতি শুরু হয়েছে।

ছোট থেকেই ক্রিস্টিনার স্বপ্ন ছিল মহাকাশচারী হবেন। ১৯৭৯ সালের ২৯ জানুয়ারি মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসে জন্ম হলেও ক্রিস্টিনার বেড়ে ওঠা নর্থ ক্যারোলিনার জ্যাকসিনভিলে। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পাশ করে ২০০১ সালে নাসা অ্যাকাডেমি প্রোগ্রামে যোগ দেন। ২০১৯ সালে প্রথম বার মহাকাশে পাড়ি দিয়েছিলেন ক্রিস্টিনা। মোট ৩২৮ দিন সেখানে কাটিয়েছেন। এবার চাঁদে যাবেন তিনি।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version