Wednesday, December 3, 2025

তথ্যের হেরফের, ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের লিপস অ্যান্ড বাউন্ডসের

Date:

Share post:

লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডির তল্লাশিতে এবার নয়া মোড়। কেন্দ্রীয় এজেন্সি ইডির বিরুদ্ধে এবার লালবাজারের সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করল লিপস অ্যান্ড বাউন্ডস কর্তৃপক্ষ। অভিযোগ, তল্লাশি চলাকালীন কোম্পানির কর্মীদের অজ্ঞাতসারে, বেআইনিভাবে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসের কম্পিউটারে ১৬টি এক্সেল ফাইল ডাউনলোড করেছেন ইডির অফিসাররা। যার সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডসের কোনও সম্পর্ক নেই। সম্পূর্ণ বেআইনিভাবে কম্পিউটার থেকে তথ্যের হেরফের করায় ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সংস্থার হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়।

গত সোম ও মঙ্গলবার সুজয় কৃষ্ণ ভদ্রর সংস্থায় লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে টানা ১৮ ঘন্টা তল্লাশি চালিয়েছে ইডি-র গোয়েন্দারা। ইডির দাবি ওই তল্লাশিতে মিলেছে ১ হাজার পাতার নথি, লেজার বুক, ডিজিটাল নথি ও হার্ড ডিস্ক। ইডি সূত্রে খবর, হার্ড ডিস্কে একাধিক কোম্পানির নাম মিলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, লিপস অ্যান্ড বাউন্ডস এই কোম্পানিগুলির ‘কনসালটেন্সি ফার্ম’ হিসেবে কাজ করত। সংস্থার অভিযোগ, ওই তল্লাশির সময়ই সংস্থার একটি কম্পিউটারে ১৬টি মাইক্রোসফট এক্সেল ডাউনলোড করেন ইডি আধিকারিকরা। সংস্থার কর্মী চন্দনের অভিযোগ, ২১ অগস্ট তল্লাশির সময় ওই কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়েছিলেন ইডির আধিকারিকেরা। সে সময়ই কিছু ফাইল তাঁরা ডাউনলোড করে নেন। সেদিন বিষয়টি কোনওভাবেই খোলসা করেনি কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এদিন বিষয়টি জানাজানি হয়। এরপরই শুক্রবার ইডির বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’। অভিযোগ করা হয়েছে, বেআইনিভাবে কম্পিউটার থেকে তথ্যের হেরফের করা হয়েছে ইডির তরফে।

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...