Thursday, January 8, 2026

বৃষ্টিস্নাত তিলোত্তমা! দক্ষিণে সারাদিন চলবে বৃষ্টি, উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি

Date:

Share post:

আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যিক করে শুক্রবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। কখনও হালকা , কখনও বা মাঝারি ব্ষ্টি হয়েই চলেছে। অন্যদিকে ভারী ব্ষ্টিতে জেরবার উত্তরবঙ্গ। আবহাওয়া অফিস সূত্রের খবর, দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয়। তাই এর জেরে আগামীকাল, অর্থ্যাৎ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমনটাই আবহাওয়া থাকবে।

আরও পড়ুনঃ আজ ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে নামছে ইস্টবেঙ্গল, গোকুলামকে নিয়ে সতর্ক কুয়াদ্রাত
বৃহস্পতিবার রাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। শুক্রবার সকালেও বিরাম নেই বৃষ্টির। এর জেরে গতকাল থেকেই তাপমাত্রা খানিকটা কমেছে। শুক্রবার ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায়। সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।শনিবারও এমনই আবহাওয়া থাকবে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে পারে। রবিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। পাশপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সোমবারের পর কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপ অক্ষরেখার প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। আজ, শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। কোচবিহার ও দার্জিলিং জেলায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। শনিবারও রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হবে, ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে।
আজ মূলত মেঘলা আকাশ। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ।

 

spot_img

Related articles

প্রথম গর্ভপাতের পর দ্বিতীয় বার পিতৃত্ব নিয়ে আশাবাদী রণদীপ-লিন

নতুন বছরের মার্চে ভূমিষ্ঠ হবে সন্তান। প্রথমবার গর্ভপাতের পর স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছিলেন দম্পতি। কিন্তু এবার বেশ উত্তেজিত...

আঘাত করলে প্রত্যাঘাত হবে: I-PAC-এ ইডি হানার প্রতিবাদে শুক্রবার পথে নামবেন মমতা

আইপ্যাকের (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে ইডি হানার প্রতিবাদে শুক্রবার রাস্তায় নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা...

ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

বৃহস্পতিবার বিকেলে ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে(Bhutia Market) অগ্নিকাণ্ড (Fire)ঘিরে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু ঠিক...

নথি চুরির অভিযোগে ইডির বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় FIR প্রতীক জৈনের স্ত্রীর

বৃহস্পতিবার সকাল থেকে ইডির তল্লাশি শুরু হয়েছে আইপ্যাকII Pac) দফতরে। সকাল ৬টা থেকে ৯ ঘণ্টা ধরে চলছে তল্লাশি।...