Friday, November 28, 2025

অভিষেককে আসলে মুখ দেখাতেই লজ্জা পাচ্ছে ‘মেরুদণ্ডহীন’ শুভেন্দু! চ্যালেঞ্জ প্রত্যাহারই তার প্রমাণ

Date:

Share post:

‘জায়গা আপনি ঠিক করুন।’ দুর্নীতি ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে যুদ্ধ চালিয়ে গেলেও বয়সে অন্তত ১৫ বছরের ছোট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলেন না শুভেন্দু। ছেঁদো যুক্তি দেখিয়ে পালিয়ে গেলেন লোডশেডিংয়ে জেতা ‘আরএসি’ বিরোধী দলনেতা।

বিজেপির ‘শাখা সংগঠন’ ইডি সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। গত, বুধবার মধ্যরাত পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে টুইট যুদ্ধ চলেছে।

তখনই একটি পর্যায়ে বিরোধী দলনেতাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,”আপনার সব প্রশ্নের জবাব দিতে আমি তৈরি। আপনি শুধু জায়গা ঠিক করুন। সেখানে কয়লা কাণ্ডে এক অভিযুক্তের সঙ্গে আপনার যে ফোনে কথা হয়েছে, সেটার অডিও ক্লিপও নিয়ে আসব। আপনি কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।” পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারির সুরে বলেন, “সময় এলেই সব প্রকাশ করা হবে। অপেক্ষা করুন।”

শুভেন্দু যে ভীতু, মেরুদণ্ডহীন তা বলার অপেক্ষা রাখে না। তৃণমূলে যখন ছিল, তখন দলের ক্ষতি করেছে ওই গদ্দার, এরপর আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোন লজ্জায় মুখ দেখাবে! লেজ গুটিয়ে পালিয়েছে শুভেন্দু। বিজেপির জুতো পালিশ করতে গিয়েছে। এখন পা কাঁপছে বলে টুইট করে যাচ্ছেন। মুখোমুখি বিতর্কে বসার ক্ষমতা তাঁর নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিতর্কে মুখোমুখি বসুক ৷ দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।

এরপর বিজেপির কাছে মেরুদণ্ড বন্ধক দেওয়া শুভেন্দুর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয় তৃণমূল কর্মীরা সমর্থকরা। ভীতু শুভেন্দুকে নিয়ে টুইটারে শুরু হয় #SpinelessSuvendu ক্যাম্পেন। তৃণমূলের এই ক্যাম্পেন অনেকটা সময় ধরে ট্যুইটার ট্রেন্ডিংয়ে তালিকায় শীর্ষে জায়গা করে নেয়। শুভেন্দু যে সত্যি মেরুদণ্ডহীন তৃণমূলের ট্যুইটারে সেই প্রচারের বিপুল সাড়াই তা বলে দিচ্ছে।

আরও পড়ুন:জেলায় জেলায় বৃষ্টি, নিম্নচাপের ফ.নায় ঝড় বৃষ্টির ছো.বল 

 

 

spot_img

Related articles

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...