Thursday, August 28, 2025

সোমবার মিছিল করবে ভিএইচপি এবং বজরং দল, নূহতে ফের স্থগিত ইন্টারনেট পরিষেবা

Date:

হরিয়ানার নূহতে আগামী ২৮ আগস্ট তাদের ধর্মীয় মিছিল বাতিল করবে না বলে ঘোষণা করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তার আগে সতর্কতা হিসেবে নূহর মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল প্রশাসন। নির্দেশ দেওয়া হয়েছে হরিয়ানার নূহতে মোবাইল ইন্টারনেট এবং বাল্ক এসএমএস পরিষেবা দুই দিনের জন্য স্থগিত থাকবে। শনিবার থেকে আগামী ২৮ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা।

প্রসঙ্গত নিরাপত্তার কারণ দেখিয়ে নুহতে ‘ব্রিজ মণ্ডল জল অভিষেক যাত্রা’ নামের ধর্মীয় মিছিল বের করার অনুমতি দিতে অস্বীকার করেছিল জেলা প্রশাসন। তার পরেও  আগামী ২৮ আগস্ট তাদের ধর্মীয় মিছিল বাতিল করবে না বলে ঘোষণা করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। এমতাবস্থায় রাজ্য প্রশাসনের আশঙ্কা যে মোবাইল ইন্টারনেট পরিষেবা এবং বাল্ক এসএমএস অপব্যবহার করে জনতাকে একত্রিত করে অগ্নিসংযোগ বা ভাঙচুর এবং অন্যান্য ধরণের হিংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়ে জীবনহানি এবং সরকারী ও ব্যক্তিগত সম্পত্তির মারাত্মক ক্ষতি করতে পারে। সেই কারনেই নূহ জেলায় সমস্ত ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হবে। শনিবার দুপুর ১২টা থেকে ২৮ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

উল্লেখ্য, জেলা প্রশাসন ধর্মীয় মিছিলের অনুমতি না দিলেও বুধবার বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলের সদস্যরা বলেছেন যে, তারা ৩১ জুলাই পাথর নিক্ষেপ এবং পরবর্তী সাম্প্রদায়িক সংঘর্ষের ফলে যে মিছিলটি বিঘ্নিত হয়েছিল এবং ৬ জন নিহত এবং 88 জন আহত হয়েছিল, সেই মিছিল পুনরায় শুরু করার জন্য তারা বিস্তৃত পরিকল্পনা করেছে। ভিএইচপি-র যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন বলেন, তারা যেভাবেই হোক মিছিল বের করবে। তিনি বলেছেন, “আমরা আমাদের সময়সূচী অনুযায়ী যাত্রা বের করব। এটা আমাদের অধিকার এবং আমরা সে অনুযায়ী পরিকল্পনা করেছি। আমাদের নিরাপত্তা প্রশাসন ও পুলিশের দায়িত্ব এবং তাদেরই আমাদের তা প্রদান করা উচিত। প্রয়োজনে আমরা ভক্তদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে পারি, তবে আমরা যাত্রা আবার শুরু করব।”

আরও পড়ুন- বিশ্বকাপ নিয়ে উন্মদনা তুঙ্গে, টিকিট বিক্রি হতেই ক্র্যাশ করল অনলাইন অ‍্যাপ

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version