Saturday, January 31, 2026

সেনার পোশাকে যাদবপুরে ঢোকা মানবাধিকার সংগঠনের ‘চিফ প্যাট্রন’ সিপিএম নেতা বিকাশরঞ্জন!

Date:

Share post:

মেইন হস্টেলে র‌্যাগিংয়ের শিকার হয়ে ছাত্রমৃত্যুর ঘটনার পর থেকে একের পর এক বিষয় উঠে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে (Jadavpur University) কেন্দ্র করে। উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনায় নাম জড়াল সিপিএম নেতা (CPIM Leader) তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bharracharya)। হস্টেলে গাঁজার চাষ থেকে ক্যাম্পাসে মদের বোতল, একটি শিক্ষাঙ্গনে দিনের পর দিন অবাধে চলছে এমন অসামাজিক কাজ। এমন পরিস্থিতিতে আবার সেনার পোশাকে ক্যাম্পাসে ঢুকে পড়ছিল একদল যুবক–যুবতী। এরা নাকি মানবাধিকার সংগঠনের সদস্য। এরা নিজেদের ‘এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির’ (Asian Human Rights Society) অংশ হিসাবেও দাবি করেছে। বিশ্ব শান্তি সেনা বলে পরিচয় দেয়। যেখানে অশান্তি হয় সেখানে পৌঁছে যায় শান্তির বার্তা নিয়ে। এই সংগঠনের মাথা কাজি সাদেক হোসেন। তিনিই এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির জেনারেল সেক্রেটারি। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হতেই পুলিশ তদন্তে নেমেছে। এখন জানা যাচ্ছে, এই সংগঠনের সঙ্গে জড়িত আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। আর এমন তথ্য সামনে আসায় নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের দাবি, এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির যে লেটার প্যাড রয়েছে তাতে চিফ প্যাট্রন এবং সেন্ট্রাল অ্যাডভাইজার হিসেবে নাম রয়েছে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের। তৃণমূল ছাত্র পরিষদের যাদবপুর ইউনিটের চেয়ারম্যান সঞ্জীব প্রামানিকের অভিযোগ, ‘‌বুধবার এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির পক্ষ থেকে যুবক–যুবতীর দল ভারতীয় সেনার নকল পোশাক পরে ক্যাম্পাসে ঢোকে। আমরা সূত্র মারফত ওই সংগঠনের প্যাড পেয়েছি। সেখানে চিফ অ্যাডভাইজার হিসাবে লেখা রয়েছে সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম। বিকাশবাবু কী তাহলে আরএসএসের সঙ্গে যুক্ত? এসব বজরং দল, শান্তিরক্ষা বাহিনী তো বিজেপি করে। তাহলে কি বিজেপি আর সিপিএম যাদবপুরে আঁতাত করেছে? যে তদন্ত চলছে সেখানে যেন বিকাশবাবুকে জেরা করা হয়।’‌ যদিও এমন সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সিপিএম নেতা।

অন্যদিকে, তদন্তে নেমে পুলিশের হাতে আসে ওই সংস্থার একটি লেটারহেড। যেখানে ওই সংস্থার হেড অফিস ওল্ড পোস্ট অফিস স্ট্রিট বলে উল্লেখ করা রয়েছে। কিন্তু ওই বিল্ডিংয়ে এমন কোনও অফিস-ই নেই বলে জানা যাচ্ছে! এমন ঘটনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, পুলিশ প্রশাসনের বিষয়টি নিয়ে ভালো করে তদন্ত করে দেখা উচিত। এদের পরিচয় সামনে উঠে আসুক।

 

 

 

 

spot_img

Related articles

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...