Sunday, May 4, 2025

কৃষিজীবীদের পাশে রাজ্য, ‘কৃষকবন্ধু’ প্রকল্পে ৫ মাসে ২৫৩৬ পরিবারকে বিপুল আর্থিক সাহায্য

Date:

Share post:

রাজ্যের কৃষকদের(Farmer) আর্থিক নিরাপত্তা দিয়ে ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) চালু করেছিলেন ‘কৃষক বন্ধু’ প্রকল্প। যেখানে অন্যান্য সহায়তার পাশাপাশি ১৮ থেকে ৬০ বছরের মধ্যে কোনও কৃষকের মৃত্যু হলে তাঁর পরিবারকে জীবন বিমা(Life insurance) বাবদ ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয় সরকার(Government)। চলতি আর্থিক বছরে অগাস্ট মাস পর্যন্ত এই প্রকল্পে ২৫৩৬ টি পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করেছে রাজ্য সরকার। যার জন্য সরকারের খরচ হয়েছে ৫০.৭২ কোটি টাকা। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছে নবান্ন(Nabanna)।

রাজ্যসরকারের রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সাল থেকে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্পে ২০২৩ সালের ১৫ অগাস্ট পর্যন্ত মৃত্যুকালীন সহায়তা পেয়েছেন ৯৩ হাজার ৬৩ টি পরিবার। এই ৪ বছরে এই প্রকল্পে মৃত্যুকালীন সহায়তা খাতে সরকার খরচ করেছে ১৮৬১ কোটি টাকা। এর আগে গত ৯ অগাস্ট ১২৫৪ টি পরিবারকে ২ লক্ষ টাকা করে ২৫.৮ কোটি টাকা সহায়তা দিয়েছিল রাজ্যসরকার। সরকারি সূত্রে জানা যাচ্ছে, এই সহায়তা প্রকল্পে প্রতি বছর অন্তত ৩০ হাজার কৃষক পরিবার এই প্রকল্পের অধীনে উপকৃত হন। এবং রাজ্য সরকার এই ক্ষেত্রে কৃষি বিভাগের বাজেট থেকে প্রায় ৬০০ কোটি টাকা খরচ করে। বলার অপেক্ষা রাখে না শোকাহত পরিবারগুলির সহায়তায় রাজ্য সরকারের এই প্রকল্প দেশের যে কোনও রাজ্যের তুলনায় অনেক বেশি প্রশংসনীয়।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের কৃষকবন্ধু প্রকল্পে কৃষকরা বা নথিভুক্ত ভাগচাষিরা ২ লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা পান। এছাড়াও কৃষকদের বছরের নির্দিষ্ট খারিফ এবং রবি মরসুমে ১০০০০ টাকার সাহায্য করা হয় সরকারের তরফে। এই প্রকল্পের সুবিধা পেতে কৃষকের চাষযোগ্য জমি থাকতে হবে। সেটি পাট্টা জমি অথবা নিজের জমি কিংবা বর্গাদার জমিও হলে চলবে। এবং বাংলার বাসিন্দা হওয়ার পাশাপাশি কৃষকের বয়স ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে হতে হবে।

spot_img
spot_img

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...