Saturday, May 3, 2025

খোদ বিজেপি সাংসদের বাড়িতে ম.র্মান্তিক পরিণতি ১০ বছরের কিশোরের! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

অসমের (Assam) বিজেপি সাংসদের (BJP MP) বাড়ি থেকে এবার উদ্ধার হল ১০ বছরের এক কিশোরের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতার পরিচারিকার ছেলে ওই কিশোর। শনিবার ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তবে ১০ বছরের কিশোরের মৃত্যু নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। ঘটনার তদন্ত নেমে পুলিশের প্রাথমিক অনুমান, ১০ বছরের ওই কিশোর আত্মহত্যা করেছে। অসমের শিলচরের সাংসদ রাজদীপ রায়ের (Rajdeep Roy) বাড়ি থেকে কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত কিশোরের মা ওই বিজেপি নেতার বাড়িতে বিগত আড়াই বছর ধরে কর্মরত। অসমের ঢোলাই এলাকার বাসিন্দা তাঁরা। তবে আচমকা এমন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পাশাপাশি বিজেপি নেতার দিকেও অভিযোগের আঙুল তুলছেন স্থানীয়রা।

বিজেপি সাংসদ জানান, পরিচারিকার দুই সন্তান রয়েছে। ১০ বছরের ওই কিশোর পঞ্চম শ্রেণিতে পড়ত। তাঁর দিদি অষ্টম শ্রেণিতে পড়ে। তিনি নিজেই ওই কিশোরকে স্কুলে ভর্তি করেছিলেন। ওই কিশোরের ব্যবহারও খুব ভাল ছিল। বিজেপি নেতার বাড়ির ফার্স্ট ফ্লোরেই পরিচারিকা তাঁর পরিবারকে নিয়ে থাকত। রাজদীপ রায় জানান, শনিবার বিজেপি সাংসদ কাজের সূত্রে পার্টি অফিসে ছিলেন। কিছুক্ষণ পরই তাঁর বাড়ি থেকে হঠাৎ ফোন আসে। বাড়িতে জরুরি পরিস্থিতির কারণে দ্রুত তাঁকে বাড়ি আসতে বলা হয়। এরপরই তিনি বাড়ি গিয়ে দেখেন পরিচারিকার ছেলের দেহ সিলিং ফ্যান থেকে ঝুলছে। তবে ওই কিশোরকে তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে, পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তবে মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভিডিও গেম খেলার জন্য মোবাইল চেয়েছিল ওই কিশোর। আর তা না দেওয়া মায়ের সঙ্গে রাগারাগি হয়। সম্ভবত সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেয় কিশোর।

 

 

 

 

 

Related articles

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...
Exit mobile version