Saturday, August 23, 2025

বিশ্ব অ্যাথলেটিক্স চ‍্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল ভারত, ফাইনালে রিলে দল

Date:

শনিবার বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ‍্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল ভারতীয় দল। ৪০০ মিটার রিলে দৌড়ে ইতিহাস গড়ল ভারতীয় দল। ৪x৪০০হিট দৌড়ে দ্বিতীয় স্থানে শেষ করল মুহাম্মদ আনাস ইয়াহিয়া, আমোজ জেকব, মুহাম্মদ আজমল ভাহিয়াথোড়ি ও রাজেশ রমেশের ভারতীয় দল। এর ফলে পুরুষদের ৪০০ মিটার রিলেতে নতুন এশীয় রেকর্ড গড়ে ফাইনালে উঠল ভারতীয় দল। রবিবার ফাইনালে পদক জয়ের লক্ষ্যে নামবেন ভারতীয়েরা।

এশিয়ান রেকর্ডকে চুরমার করে ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ডে হিট শেষ করে ফাইনাল জন্য যোগ্যতা অর্জন করে ভারত। প্রথম স্থানে শেষ করা মার্কিন যুক্তরাষ্ট্রের দল। এই দৌড় শেষ করে ২ মিনিট ৫৮.৪৭ সেকেন্ডে। এর আগে ৪x৪০০ মিটার রিলে দৌড়ের এশিয়ান রেকর্ড ছিল জাপানের, যারা শেষ করেছিল ২ মিনিট ৫৯.৫১ সেকেন্ডে। কিন্তু সেই রেকর্ড এবার ভারতের দখলে। চার ভারতীয় দৌড় শেষ করেছেন ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ডে। আনাস প্রথম ল্যাপ শেষ করেন ষষ্ঠ স্থানে। দ্বিতীয় ল্যাপে দারুণ পারফরম্যান্স করে ভারতকে দ্বিতীয় স্থানে নিয়ে আসেন জেকব। শেষ দুই ল্যাপে আজমল এবং রমেশ শুধু জায়গাই ধরে রাখেননি, আমেরিকাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেন। শেষ ল্যাপে রমেশ একটা সময় বেশ চাপে ফেলে দেন আমেরিকার জাস্টিন রবিনসনকে। ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ডে দৌড় শেষ করে চার অ্যাথলিট নতুন ভারতীয় রেকর্ডের পাশাপাশি নতুন এশীয় রেকর্ডও তৈরি করেছেন।

দুটি হিট দৌড় মিলিয়ে বিশ্বরেকর্ডের মালিক মার্কিন যুক্তরাষ্ট্রের সামান্য পিছনে ভারত। কিন্তু ভারতের পিছনে রয়েছে এই ইভেন্টের দুই অন্যতম শক্তিধর দেশ গ্রেট ব্রিটেন (তৃতীয়, ২ মিনিট ৫৯.৪২ সেকেন্ড) ও জামাইকা (পঞ্চম, ২ মিনিট ৫৯.৮২ সেকেন্ড)। এর জেরে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ভারতের রিলে দল।

আরও পড়ুন:দশমীর দিন AFC কাপের ম্যাচ, পেছানোর আবেদন মোহনবাগানের : সূত্র

 

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version