Sunday, August 24, 2025

উত্তরপ্রদেশে (Uttarpradesh) আবার নারী হেনস্থা। এবার গণধর্ষণের (Gang Rape) শিকার এক আবাসনের নিরাপত্তারক্ষী! ১৯ বছরের ঝাড়খণ্ডের বাসিন্দা ওই তরুণী গাজিয়াবাদের একটি হাউজিং সোসাইটির আবাসনে দীর্ঘদিন ধরে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, রবিবার কোনও একটি ঘটনাকে কেন্দ্র করে তরুণীর সঙ্গে তাঁর সুপারভাইজার সহ আরও দুই সহকর্মীর বচসা বাধে। সুপারভাইজার ও আরও দুই সহকর্মী তরুণীকে মারধর করেন বলে অভিযোগ। তিনি প্রতিবাদ করলে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। আক্রান্ত তরুণীকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে খবর। ঘটনায় মূল অভিযুক্ত ওই নিরাপত্তারক্ষীর সুপারভাইজারকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজেপি শাসিত (Yogi Adityanath) উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনা যেন নিত্য দিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। যে মোদি সরকার ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগান দিয়ে বেড়ায় সেই সরকারের রাজ্যে মেয়েরা সবথেকে বেশি অত্যাচারিত। গাজিয়াবাদে বসবসকারী নিরাপত্তারক্ষীর আত্মীয় গোটা ঘটনা জানার পর পুলিশে অভিযোগ করেন। জানা গিয়েছে ধৃতের নাম অজয়। বয়স প্রায় ৩২ বছর। ঘটনায় জড়িত আরও ২ জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, আবাসনের বেসমেন্ট তিন অভিযুক্ত মিলে কিশোরীকে ধর্ষণ করেন এবং নির্যাতিতা বিষ খান। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে অভিযুক্তরাই তাকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করেছিল। জানাজানির হওয়ার ভয়ে অভিযুক্তরা কিশোরীকে সরকারি হাসপাতালে ভর্তি করেনি বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version