Thursday, July 3, 2025

পশ্চিমবঙ্গ দিবস: কংগ্রেস-সিপিএমের সর্বদল বৈঠকে না আসাকে দুঃখজনক বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নবান্নে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সর্বদল বৈঠকে যোগ দেয়নি কংগ্রেস ও বামেরা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া ‘আমি INDIA জোটে আছি এবং সব ব্যাপারে যাই। আমি কিন্তু কারও বিরুদ্ধে একটা কথাও বলি না’। কিন্তু আজ কংগ্রেস ও সিপিএমের বৈঠকে যোগ না দেওয়াটা অত্যন্ত দুঃখজনক’।

বছরের ঠিক কোন দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করা যায়, তা ঠিক করতে আজ, মঙ্গলবার নবান্নে সর্বদল বৈঠক করলেন মু্খ্যমন্ত্রী। কিন্তু সেই বৈঠকে দিল না সিপিএম, সিপিআই, কংগ্রেস ও বিজেপি। শুধু তাই নয়, ‘পশ্চিমবঙ্গ দিবস নিয়ে কেন তৎপরতা’? তা জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে বামেরা।

এদিন সর্বদল বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘অতি উৎসাহ কেন? অতি উৎসাহটা এই কারণে, সময়ে যদি আপনি প্রতিবাদটা না করেন, তাহলে কিন্তু এই বেআইনি জিনিসটাই আইনত হয়ে যাব। এটাই স্থায়ী হয়ে যাবে। ২০ জুন নাকি বাংলার প্রতিষ্ঠাদিবস! আমি তো জীবনে শুনিনি। আপনারা কেউ শুনে থাকলে বলবেন। আমরা চাইছি, এই দিনটা হবে না। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে প্রতিবাদপত্র লিখেছি’।

উল্লেখ্য এর আগে কেন্দ্রের নির্দেশিকা মেনে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় রাজভবনে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘২০ জুন, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নির্দেশিকা পর্যন্ত জারি করেছে। আমাদের জানাইনি। এখন বাংলার ব্যাপার বাংলা জানবে না। তড়িঘড়ি, এই জন্যই তো করতে হয়েছে’।

 

spot_img

Related articles

ছাত্র নির্বাচন না হওয়া পর্যন্ত রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ: নির্দেশ হাই কোর্টের

রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের (College-University) ইউনিয়ন রুম (Union Room) বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে এই মর্মে নোটিস...

অস্কারের কোচিংয়েই ডুরান্ডে নামবে ইস্টবেঙ্গল

অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) কোচিংয়েই ডুরান্ড কাপের (Durand Cup) মঞ্চে নামবে ইস্টবেঙ্গল (Eastbengal)। বিদেশি ফুটবলারদের নামার খুব একটা...

কসবাকাণ্ডে কেস ডায়েরি তলব, কলেজকে হলফনামা জমার নির্দেশ হাইকোর্টের, পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের

কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্য সরকারের কাছ থেকে কেস ডায়েরি তলব করল...

৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল রাজ্যের সরকারি কলেজের পরিচালন সমিতির মেয়াদ 

রাজ্যের সব সরকার পোষিত কলেজে (Govt College)পরিচালন সমিতির মেয়াদ বাড়ল ৬ মাস পর্যন্ত। উচ্চশিক্ষা দফতরের (Department of Higher...