পুলিশি তৎপরতায় পূর্ব বর্ধমানের শক্তিগড়ে সোনার দোকানে ঢুকে মালিককে গুলি করার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জেলা পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শেখ রবি। তিনি মেমারির বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে এর আগেও বহু অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃশক্তিগড় শ্যুট*আউটে গাড়ি চালকের বয়ানই তুরুপের তাস তদন্তকারীদের

গত শুক্রবার পূর্ব বর্ধমানের শক্তিগড়ের জোতরামের কাছে একটি সোনার দোকানে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন দোকানের মালিক সদীপ দাস। অভিযোগ, এক দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে ঢুকে রিভলভার দেখিয়ে লুটপাটের চেষ্টা করে। বাধা দিলে দোকানের মালিক সদীপকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, একটি বাইকে দু’জন দোকানে এসেছিলেন। একজন বাইক নিয়ে বাইরে অপেক্ষা করছিলেন। অন্য জন লুকিয়ে বন্দুক নিয়ে দোকানে ঢুকেছিলেন লুট করতে। কিন্তু গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ সদীপকে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।পুলিশের তরফে জানানো হয়, ঘটনার চারদিনের মাথায় অভিযুক্তের গ্রেফতার করা হল।অভিযোগের ভিত্তিতে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্ত গ্রেফতার হয়েছে। জেলা পুলিশ সুপার কামনাশীস সেন বলেন, ‘‘একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম শেখ রবি। ২০১৯ সালে বর্ধমান শহরের জিটি রোডের ঢলদীঘি মোড়ে একটি খাবারের দোকানে বোমাবাজির ঘটনায় জড়িত ছিল ধৃত ব্যক্তি।”
