একের পর এক দল বিরোধী কাজ। ‘স্বঘোষিত নেতা’ হয়ে দলের মুখ পোড়ানো। এবার ‘শাস্তির খাঁড়া’ কৌস্তভ বাগচীর (Kaustav Bagchi) ঘাড়ে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir ranjan Chowdhuri) নির্দেশ অনুসারে, কোনও টিভি চ্যানেলে কংগ্রেসের (Congress) মুখপাত্র বা প্রতিনিধি হিসেবে বসতে পারবেন না কৌস্তভ। অলিখিত নিষেধাজ্ঞা কংগ্রেসের তরফে।

বেশ কিছুদিন ধরেই প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে লাগাতার বিরূপ মন্তব্য করে যাচ্ছিলেন কৌস্তভ। একমাত্র অধীর চৌধুরী ছাড়া সবাইকে নিশানা করছিলেন তিনি। সম্প্রতি দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণের পরেই রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লম্বাচওড়া মন্তব্য করেন। তবে কংগ্রেসের তরফে সেখানে তাঁকে পাঠানো হয়নি। পরের দিন কংগ্রেসের প্রতিনিধির দল ঘটনাস্থলে গেলে, প্রচারের আলো পায়নি। ফলে ক্ষোভ বাড়ে। আগুনে ঘি পড়ে সোমবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত মহাজাতি সদনের অনুষ্ঠানে। সেখানে অধীর চৌধুরী, কানহাইয়া কুমারদের উপস্থিতিতেই চূড়ান্ত অভব্য আচরণ করেন কৌস্তভ। শুধু তাই নয়, কয়েকজন অনুগামী নিয়ে সেখানে গিয়ে নিজের নামে স্লোগান দেওয়ান তিনি। অধীর চৌধুরীর সামনেই এসব হয়। কৌস্তভের আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কানহাইয়া কুমার (kanhaiya Kumar)। কংগ্রেস সূত্রে খবর, দিল্লন উড়ে যাওয়ার আগে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যথাযথ স্থানে (পড়ুন কানে) এই ঘটনার কথা তিনি জানাবেন। এমনকী দেহাতি হিন্দিতে ছাত্রনেতার স্পষ্ট বক্তব্য, “ইসকো হটানা পড়েগা। ও যো কিয়া দেখা হামনে।” এরপরেই কৌস্তভকে আর কংগ্রেস প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দিতে চান না অধীর চৌধুরীরা। এখন খাতায়-কলমে তাঁর কী শাস্তি হয় সেটাই দেখার।
