Sunday, January 11, 2026

I.N.D.I.A.-র তৃতীয় বৈঠকেই লোগো প্রকাশ! নকসা নিয়ে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

INDIA-র তৃতীয় বৈঠক বৃহস্পতি ও শুক্রবার। বুধবার, মুম্বই উড়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই জল্পনা জোটের লোগো (logo) প্রকাশ নিয়ে। ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় লোগো প্রকাশিত। সূত্রের খবর সেইটাই এবার থেকে ব্যবহার করা হবে INDIA-র রাজনৈতিক প্রচারে। একই সঙ্গে চেয়ারপার্সনের নামও চূড়ান্ত হতে পারে এই বৈঠকে।

পাটনা, বেঙ্গালুরুর পরে মুম্বই। বহরে আরও বাড়ছে বিজেপি বিরোধী জোটের পরিধি। বেশ কয়েকটি আঞ্চলিক দল, যারা একসময় বিজেপির জোট সঙ্গী ছিল তারাও না কি এই বৈঠকে যোগ দিতে পারে। জোটের নাম স্থির করার পর এবার স্থির হতে চলেছে ‘ইন্ডিয়া’ লোগো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মতো জোটের নাম করা হয়েছে দেশের নামে। লোগোতেও থাকছে জাতীয় পতাকার রং। মুম্বইয়ে জোটের বৈঠকে ইন্ডিয়া-র লোগো হিসেবে প্রকাশ করা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। এটি সম্ভাব্য লোগো বলে ত্রের খবর। এছাড়া কংগ্রেসের তরফে ‘ইন্ডিয়া’-র নামে আরেকটি বিশেষ লোগো সম্বলিত এক্স করা হয়েছে। সেটিও জোটের লোগো হতে পারে।

ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স-র নাম তেরঙা রঙে রাঙিয়েই লোগো করা হয়েছে। ‘I.N.D.I.A.’-র নীচে ইংরেজিতে পুরো লেখা রয়েছে- Indian National Developmental Inclusive Alliance। আরেকটি লোগোতে গেরুয়া, সাদা ও সবুজ রঙের তিনটি অর্ধ গোলাক এবং ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্বে মুখের ছবি রয়েছে। এটির উপরে ইংরেজিতে নীল রঙে লেখা রয়েছে ‘বোলে ইন্ডিয়া’।

সূত্রের খবর, ইন্ডিয়া জোটের মোটো ৯টি লোগো করা হয়েছিল। যার মধ্যে ৩টি নির্বাচিত করা হয়েছে। সেই ৩টি মধ্যে থেকে একটি স্থির করা হবে।

পাটনা থেকে শুরু। তারপর বেঙ্গালুরু। এবার মুম্বই (Mumbai)। INDIA জোটের বৈঠকের দিকে নজর সারা দেশের। বেঙ্গালুরুর বৈঠকেই ১১ সদস্যের কোঅর্ডিনেশন কমিটির কথা ঘোষণা করা হয়। এবার সেই তালিকায় কারা থাকবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এই সঙ্গে একজন কনভেনরের নামও চূড়ান্ত হবে। এক্ষেত্রে ৩টি নাম নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথম নাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দ্বিতীয় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। এবং তৃতীয় নাম কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক্ষেত্রে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণের নিরিখে এনসিপি প্রধান শরদ পাওয়ারের এই বৈঠকে কী ভূমিকা থাকে সেটা দেখার। সমন্বয়ের জন্য ১১ জন সদস্যের কোঅর্ডিনেশন কমিটিতে বিরোধী দলের শীর্ষ নেতৃত্বই থাকবেন। রাজ্য স্তরে বিরোধী দলগুলির মধ্যে আসন সমঝোতার জন্য একটি সাবকমিটি তৈরি হবে।

বেঙ্গালুরুতে INDIA জোটে দ্বিতীয় বৈঠকে গত বৈঠকে ২৬টি দল অংশ নিয়েছিল। মুম্বইয়ের বৈঠকে আরও কয়েকটি আঞ্চলিকদল যোগ দিতে পারে বলে সূত্রের খবর। এনডিএ জোটের শরিক মহারাষ্ট্রের স্বাভিমানী শেতকারি সংগঠন বৈঠকে যোগ দিতে পারে। আসতে পারেন বিজেপির পুরনো শরিক মহারাষ্ট্রের কোলাপুর জেলার হাতকানাঙ্গালে কেন্দ্রের ২বারের সাংসদ রাজু শেট্টি। এর বাইরে অসম, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের আরও আটটি দল ‘INDIA’য় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। সব মিলিয়ে দেশের রাজনৈতিক মহলের নজর ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বরের বৈঠকে।

 

 

 

 

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...