Saturday, August 23, 2025

‘বউদিমণির’ গল্প শেষ, তারার দেশে ‘ও চাঁদ’-এর স্রষ্টা কিংশুক চট্টোপাধ্যায়

Date:

চাঁদের মাটিতে ভারতের রোভার গড়গড়িয়ে হেঁটে বেড়াচ্ছে আর ঠিক তখনই পৃথিবী থেকে বিদায় নিলেন ‘ও চাঁদ’গানের স্রষ্টা জনপ্রিয় গীতিকার কিংশুক চট্টোপাধ্যায় (Kingshuk Chatterjee)। কী অদ্ভুত কাকতালীয় ভাবেই অপ্রত্যাশিত খবর এল টলিউডে (Tollywood)। বুধবার সকালে প্রয়াত জনপ্রিয় গীতিকার কিংশুক চট্টোপাধ্যায় । দীর্ঘদিন লিভারের সমস্য়ায় ভুগছিলেন, অবশেষে জীবন যুদ্ধে পরাজয় স্বীকার করে নিলেন। তাঁর দীর্ঘদিনের বন্ধু , সতীর্থ গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) এখনও যেন বিশ্বাস করতে পারছেন না। কিংশুকের লেখায় বহু সুপারহিট গান গেয়েছেন রূপঙ্কর। যার মধ্য়ে রয়েছে ‘ও আমার বউদিমণির কাগজওয়ালা’, ‘ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব’র মতো গান। তবে শুধু রূপঙ্কর নয়, কিংশুকের লেখা গান গেয়েছেন শিলাজিৎ, সিধুরাও। এমন প্রতিভাবান শিল্পীর মৃত্যুতে শোকাহত সঙ্গীতমহল।

চাঁদের সঙ্গে প্রিয়তমার তুলনা করে মজার ছলে লিখেছিলেন গান- ‘ ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব’। সেই গান গেয়ে যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক রূপঙ্কর। শুধু এটাই নয় ‘ও আমার বউদিমণির কাগজওয়ালা’র মতো গানও লেখা হয়েছে কিংশুকের কলমে। রূপঙ্করের কথায়, “কিংশুক আমার থেকে অনেক জুনিয়র। ১৯৯৫ সাল থেকে ২০০৫ পর্যন্ত অজস্র কাজ করেছি ওর সঙ্গে। ওর লেখায় আলাদা একটা রসবোধ ছিল। খুব কঠিন বিষয়কেও, খুব সহজ হিসেবে ভাবত। ভাল গীতিকার ও কবি তো ছিলই।” তাঁর অকালপ্রয়াণ মেনে নিতে পারছেন না গায়ক। কিংশুকের পরিবারকে সমবেদনাও জানান রুপঙ্কর।

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version