Monday, August 25, 2025

গাড়ি চালিয়ে ইসরোর দফতরে যাচ্ছিলেন বিজ্ঞানী আশিস লাম্বা। কিন্তু মাঝ রাস্তায় থমকে গেল তাঁর গাড়ি। এক স্কুটি আরহীর রোষের কবলে পড়েন তিনি। স্কুটি থেকে নেমে আশিসের গাড়িতে বার দু’য়েক লাথি মারেন ওই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় পুর ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই বিষয়টি পুলিশের নজরে আসে। আরোহীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ ইসরোর বিজ্ঞানীদের রেড রোডে সংবর্ধনা দিতে চান মমতা
মঙ্গলবার ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডে হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড(এইচএএল)-র নয়া বিল্ডিং এর সামনে।এদিন সকালে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর দফতরের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ইসরোর বিজ্ঞানী আশিস লাম্বা।হঠাৎ তাঁর গাড়ির সামনে একটি স্কুটি এসে পড়ে। আশিসের দাবি, স্কুটিতে আরোহী ছাড়া আর কেউ ছিলেন না। স্কুটি চালানোর সময় আরোহীর মাথায় হেলমেটও ছিল না বলে জানান আশিস। গাড়ির সামনে স্কুটিটি বেপরোয়া ভাবে চালানো হচ্ছিল দেখে এক সময় বাধ্য হয়ে গাড়িতে ব্রেক কষেন আশিস। সঙ্গে সঙ্গে স্কুটি থেকে নেমে গাড়ির দিকে এগিয়ে যান ওই আরোহী। আশিসের গাড়ির টায়ারে দু’বার লাথিও মারেন তিনি।আশিসের উদ্দেশে গালিগালাজও করেন আরোহী। সম্পূর্ণ ঘটনাটি ধরা পরে আশিসের গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় । সেই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ত করেন আশিস। তাতেই ওঠে নিন্দার ঝড়।
বিষয়টি বেঙ্গালুরু পুলিশের নজরে পড়ার জন্য আশিস সমাজমাধ্যমে ভিডিয়োটি পোস্ট করেন। ভিডিয়োর পাশাপাশি ঘটনার বিস্তারিত লিখেও দেন বিজ্ঞানী। এরপরই ওই স্কুটি আরোহীকে উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দেয় পুলিশ।

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version