Wednesday, November 12, 2025

সুতপার খু.নির সর্বোচ্চ সা.জা, নিস্তব্ধ আদালতে কান্নায় ভেঙে পড়লেন বাবা!

Date:

জন্মানোর পর যে মেয়েকে নিজের হাতে হাসপাতাল থেকে বাড়ি এনেছিলেন, সেই মেয়েকে চোখের সামনে চিতার আগুনে পুড়ে যেতে দেখেছিলেন স্বাধীন চৌধুরী (Swadhin Chowdhury)। তিনি সুতপার হতভাগ্য বাবা। প্রাক্তন বান্ধবী সুতপা চৌধুরীকে(Sutapa Chowdhury) কুপিয়ে নৃশংস খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ‘প্রেমিক’ সুশান্তকে বৃহস্পতিবার ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। এদিন স্পষ্ট উচ্চারণে এক নিঃশ্বাসে রায় পড়ে শোনাচ্ছিলেন বিচারক। ঠিক সেই সময়েই এজলাসে তীব্র আর্তনাদ। নিস্তব্ধতার বাঁধ ভেঙে বেরিয়ে এল দুটো শব্দ ‘সুতপা… সুতপা মা…’, মেয়ের অপরাধী আজ সর্বোচ্চ শাস্তি পেয়েছে হাহাকার আর কান্নায় ভেঙে পড়লেন মুর্শিদাবাদের বহরমপুরকাণ্ডে নিহত তরুণীর বাবা স্বাধীন চৌধুরী (Swadhin Chowdhury)।

২০২২ সালের ২ মে ভরসন্ধ্যায় গোরাবাজারে একটি মেসের সামনে খুন হন বহরমপুরের গার্লস কলেজের প্রাণিবিজ্ঞানের ছাত্রী সুতপা। হাড়হিম করা সেই ঘটনা দৃশ্যে কেঁপে উঠেছিলেন স্থানীয়রা, ভিডিও ভাইরাল হওয়া মাত্রই গোটা ঘটনা অবিশ্বাস্য মনে হয়েছিল নেট দুনিয়ার বাসিন্দাদের। ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে ক্ষতবিক্ষত করা হয় সুতপাকে। স্থানীয়রা সেদিন সুতপাকে বাঁচানোর সাহস কেউ দেখাননি। কারণ, তত ক্ষণে হাতে থাকা ‘পিস্তল’ উঁচিয়ে ধরেছেন সুশান্ত। মেসের পাঁচিল টপকে পালিয়ে গিয়েও নিজেকে বাঁচাতে পারেননি। খুনের কয়েক ঘণ্টার মধ্যেই সামশেরগঞ্জের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেফতার হন সুশান্ত। পরে আদালতে খুনের কথা কবুলও করেন তিনি। খুনের ঘটনার আড়াই মাসের মাথায় বহরমপুর আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় (খুন), ২০১ ধারায় সাক্ষ্যপ্রমাণ লোপাট, ২৮এ ধারায় শুরু হয় বিচার প্রক্রিয়া। আজ সর্বোচ্চ সাজা ঘোষণা হল আদালতে। সুতপার বাবা আদালত থেকে বেরিয়ে বলেন, ‘‘আমার মেয়ের আত্মা আজ শান্তি পাবে। এই ধরনের ঘটনায় মৃত্যুদণ্ড না হলে আবার অন্য কারও সঙ্গে ঘটতে পারত।’’

 

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version