Saturday, August 23, 2025

আজ ডুরান্ডের সেমিফাইনালে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ এফসি গোয়া

Date:

আজ ডুরান্ড কাপের সেমিফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ এফসি গোয়া। বৃহস্পতিবার গোয়ার বিরুদ্ধে নামার আগে সর্তক বাগান কোচ জুয়ান ফেরান্দো। ম‍্যাচের আগের দিন ড্রেসিংরুমে এফসি গোয়ার শেষ ম‍্যাচ নিয়ে চলে তাদের কাঁটাছেড়া। গোয়ার বিরুদ্ধে দুটি পরিবর্তন আনতে পারেন জুয়ান। বদলাতে পারেন রননীতিও।

প্রথম সেমিফাইনাল জিতে ডুরান্ড কাপের ফাইনালে উঠে গিয়েছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে এফসি গোয়াকে হারালেই ১৯ বছর পর ডুরান্ড ফাইনালে ডার্বি। আগের ম্যাচে শেষ আটের লড়াইয়ে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে স্মরণীয় জয় পেলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ মোহনবাগান। বরং সেমিফাইনালে গোয়ার বিরুদ্ধে নামার আগে বাড়তি সতর্কতা সবুজ-মেরুন ড্রেসিংরুমে।

প্রায় পুরো দলই হাতে পাচ্ছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল চোট সারিয়ে বুধবার বিকেলে পুরোদমে অনুশীলন করেছেন। মাত্র তিনদিনের ব্যবধানে দু’টি কঠিন ম্যাচ খেলতে হচ্ছে মেরিনার্সদের। সামনে এএফসি কাপের ম্যাচ। তাই চোট-আঘাত এড়াতে সতর্কতা হিসেবে দলে দু-একটি পরিবর্তন হতে পারে। রণনীতিতেও বদল হতে পারে।

মোহনবাগান কোচ অবশ্য গোয়া ম্যাচকে এএফসি কাপের প্রস্তুতি হিসেবেই দেখছেন। এই নিয়ে জুয়ান বলেন, “মুম্বইয়ের মতো গোয়াও ভাল দল। ওদের নতুন কোচ। নোয়া, সন্দেশ, কার্ল ম্যাকহিউ, বরিস, উদান্তর মতো খেলোয়াড় আছে। ফলে ওদের গুরুত্ব দিতেই হবে। তবে আমরা এটাকে এএফসি কাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখছি। বিভিন্ন কারণে প্রাক-মরশুম প্রস্তুতি ভাল হয়নি। মুম্বইকে হারালেও অনেক জায়গায় উন্নতি করতে হবে। চোট-আঘাত বাঁচিয়ে ফাইনালে উঠতে চাই। তাই দলে কিছু বদল হতে পারে।”

মুম্বইকে হারিয়েছে বলে গোয়াকেও হারাবে দল, এমনটা ভাবতে রাজি নন জুয়ান। স্প্যানিশ কোচের পুরনো ক্লাব। গোয়ার ম্যাচগুলো দেখেছেন জুয়ান। সেই অনুযায়ী রণকৌশল তৈরি করছেন। অস্ট্রেলীয় বিশ্বকাপার ক‍্যামিন্স আবার রাখঢাক না রেখে মোহনবাগানকেই এই মুহূর্তে ভারতের সেরা দল বলে দিলেন। তাঁর কথায়, “আমরা এই মুহূর্তে ভারতের সেরা দল। যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখি। এএফসি কাপ এবং আইএসএলের আগে একটা ট্রফি জিতলে মনোবল বাড়বে।”

ম‍্যাচ নিয়ে বলেন,” গোয়ার খেলা এবার আমি দেখিনি। ফলে বলতে পারবো না ওরা কতটা শক্তিশালী কতটা দুর্বল। গোল করাটা আমার কাজ। গোল করলে আত্মবিশ্বাস বেড়ে যায়। আমি এখনও নিজের সেরা খেলাটা খেলতে পারিনি। আমি সেরাটা দেওয়ার জন‍্য যত দ্রুত সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করব।

আরও পড়ুন:মহারাজের পরিবারে খুশির খবর, অর্থনীতিতে স্নাতক হলেন সানা

 

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version