Monday, August 25, 2025

ডিসেম্বরের মধ্যেই ‘ধূপগুড়ি মহকুমা’, উপনির্বাচনের প্রচারে প্রতিশ্রুতি অভিষেকের, উচ্ছ্বসিত স্থানীয়রা

Date:

দীর্ঘদিনের দাবি ছিল মহকুমা করা হোক ধূপগুড়িকে। এই আবেদন এলাকাবাসী রেখেছিলেন মুখ্যমন্ত্রীর কাছেও। শনিবার, ধূপগুড়ি (Dhupaguri) উপনির্বাচনে দলীয় প্রার্থী ডঃ নির্মলচন্দ্র রায়ের (Nirmalchandra Ray) হয়ে প্রচারে গিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে এই দাবি পূরণ হবে বলে প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে তিনি তোপ দেগে, এর আগে বিজেপির জনপ্রতিনিধিরা ভোট নিয়ে চলে গিয়েছেন, কিন্তু ধূপগুড়িতে মহকুমা করার দীর্ঘদিনের দাবি নিয়ে কোনও উদ্যোগ নেননি। অভিষেকের প্রতিশ্রুতি পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা।

এক বছর আগে ধূপগুড়ি যাওয়ার পথে দোমোহনি হাটের ভগ্ন দশা নিয়ে তাঁর কাছে অভিযোগ জানান স্থানীয় ব্যবসায়ীরা। তিনমাসের মধ্যে আর পরিকাঠামো করে রাজ্য সরকার। সেই ঘটনার উল্লেখ করে অভিষেক বলেন, “আমি কথা দিয়ে কথা রাখি।“ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “১৯ ও ২১-র ভোটে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল ধূপগুড়ি। কিন্তু এলাকার সব জায়গায় রাজ্যের তৃণমূল সরকারের উন্নয়ন। রাজ্য সরকার মানুষের উন্নয়নের কথা ভেবেছে। অথচ যারা ভোট পেয়েছে তারা এলাকার মানুষের কথা ভাবেনি।” বিজেপির জন প্রতিনিধিদের তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, ”ভোটের পরে আর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।”

এদিন ধূপগুড়ি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি জানান, বিরুপাক খাল সংস্কার যে কাজ শুরু হয়েছে। ৬ মাসের মধ্যে কাজ শেষ হবে। এর ফলে লক্ষাধিক কৃষক উপকৃত হবে। ২৫বছরের মধ্যে জল পৌঁছয়নি ওই এলাকায়। এরপরই সভায় ফের ধূপগুড়িকে মহকুমা করার দাবি ওঠে। আর্জি শুনে অভিষেক বলেন, “৩১ ডিসেম্বরের আগে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে। কথা দিয়ে গেলাম। আমি কথা দিয়ে কথা রাখি। আমি কথা রাখার ছেলে। আমি দাবি শুনে বলতে পারতাম, মহকুমা হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। কিন্তু আমি নিজের কাঁধে দায়িত্ব নিচ্ছি। এখন থেকে সবুজ আবির খেলতে শুরু করুন।” এদিনের সভায় যাওয়ার পথে গাড়ি থামিয়ে স্থানীয়দের অভাব-অভিযোগ শোনেন অভিষেক। দোমোহনি বাজার-সহ বেশ কিছু রাস্তা খারাপ অবস্থার অভিযোগ রয়েছে। দ্রুত সংস্কারের আশ্বাস দেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আশ্বাস পেয়েছে উচ্ছ্বসিত স্থানীয়রা।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version