Saturday, May 3, 2025

জ্বলে উঠলেন শাহিন, ভেঙে পরল ভারতের টপ অর্ডার, ৪ উইকেটের কোনটা সেরা? জানালেন পাকিস্তানের বোলার

Date:

আজ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামে ভারতীয়। টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে ২৬৬ রান করে টিম ইন্ডিয়া। তবে এদিন ব‍্যাট করতে নেমেই একের পর ধাক্কা খেল ভারতীয় টপ অর্ডার। সৌজন্যে শাহিন আফ্রিদি। একাই নিলেন চার উইকেট। ফিরিয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলি-রবিন্দ্র জাদেজা-হার্দিক পান্ডিয়াদের। চার উইকেট নিয়ে ভারতীয় দলের মেরুদন্ড ভেঙে দেন শাহিন আফ্রিদি।

রোহিত শর্মা ২২ বল খেলে à§§à§§ রান করে শাহিনের বলে বোল্ড হন। পরপর দু’বল আউট স্যুইং করলেও, পরের বল অফ স্ট্যাম্পের বেলে লাগে। এই উইকেটকেই সবচেয়ে প্রিয় বলে মনে করেন শাহিন। ভারতের ইনিংসের পর শাহিন বলেন, “দু’টি উইকেটই খুব প্রিয়। তবে এগিয়ে রাখব রোহিত ভাইয়ের উইকেটকে। ওই উইকেটটা নিতে পেরে খুব ভালো লেগেছে।” উইকেট নিয়ে প্রশ্ন করা হলে, শাহিন বলেন, “আমার মনে হয়, প্রথম কিছু ওভার বল স্যুইং করছে। তবে পরের দিকে ব্যাট করতে সমস্যা হওয়ার কথা নয়।”

বল আসার আগেই ব্যাট চালিয়ে বিপদে পড়ে যান বিরাট কোহলি। শাহিনের বল ব্যাটের ভেতরের দিকে কানায় লেগে সোজা উইকেটে এসে আঘাত করে। প্লেড অন হন বিরাট। টি-২০ বিশ্বকাপের পর আবারও ভারতীয় দলের টপ অর্ডারকে নাড়িয়ে দিলেন শাহিন। শুরু থেকে বেশ ভালো বল করছিলেন নাসিম শাহ ও শাহিন। ভারতের দুই ওপেনারও একটু বুঝে খেলার চেষ্টা করতে থাকেন। তবে শেষরক্ষা হয়নি। আউট হন রোহিত। কিছুক্ষণের মধ্যে আউট হন বিরাটও।

এরপরও আরও দুই উইকেট তুলে নেন পাকিস্তানের বাঁ হাতি পেসার। পরের দিকে ভয়ঙ্কর হতে চলা হার্দিক পান্ডিয়াকেও ফেরান শাহিন। ৯০ বলে ৮৭ রান করে ফেরেন ভারতের ভাইস ক্যাপ্টেন। শেষ অবধি তিনি থাকলে ভারতের রান ৩০০ পেরোতে পারত। তাঁর ইনিংসে ছিল সাতটা চার ও একটা ছক্কা। ২২ বলে ১৪ রান করে শাহিনের বলেই আউট হন রবীন্দ্র জাদেজা।

শাহিনকে খেলতে যে টিম ইন্ডিয়ার সমস্যায় পড়তে পারে তা আগে থেকেই জানতেন রোহিত, বিরাটেরা। শুক্রবার সাংবাদিক বৈঠকেও শাহিনকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল রোহিতকে। তার জবাবে ভারত অধিনায়ক জানিয়েছিলেন, তাঁদের কাছে তো শাহিন নেই। যে বোলারেরা আছেন তাঁদের দিয়েই অনুশীলন করবেন।

আরও পড়ুন:‘ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ‍্য’ : জুয়ান

 

 

 

 

 

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...
Exit mobile version