Tuesday, December 2, 2025

হস্টেলের ছাদ থেকে কীভাবে পড়লেন রীতি? বিশাখাপত্তনমে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ রাজ্য পুলিশের

Date:

Share post:

বিশাখাপত্তনমে কলেজ ছাত্রীর রহস্যমৃত্যুতে ঘটনারস্থলে গিয়ে তদন্ত রাজ্য পুলিশের। কলেজ হস্টেলের ছাদে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল বাংলার পুলিশ।

সর্বভারতীয় নিট পরীক্ষার কোচিং নিতে বিশাখাপত্তনমে গিয়েছিলেন কলকাতা (Kolkata) নেতাজি নগরের মেয়ে রীতি সাহা (Riti Saha)। সেখানেই একটি বেসরকারি কলেজের হস্টেলের (Hostel) ছাদ থেকে পড়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয় তাঁর। প্রাথমিক ভাবে অন্ধ্রপ্রদেশ পুলিশ (Police) এই ঘটনার তদন্ত করে আত্মহত্যা বলে জানিয়ে দেয়। কিন্তু আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ রীতির পরিবার। পরিবারের দাবি, খুন করা হয়েছে মেয়েকে। কিন্তু অন্ধ্রপ্রদেশ পুলিশের তদন্তে ভরসা পাচ্ছেন না তাঁরা। ঘটনার পরেই রীতির বাড়ি গিয়ে তাঁর বাবা ও মায়ের সঙ্গে কথা বলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রীর ফোন থেকে তাঁদের সঙ্গে কথা বলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিবারের পাশে থাকার ও তদন্তের আশ্বাস দেন।

এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে রীতির মৃত্যুর তদন্তভার হাতে নেয় রাজ্য পুলিশ। ঘটনার তদন্তে নেমে বিশাখাপত্তনমে যায় রাজ্য পুলিশের একটি দল। ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে তারা। রীতি পড়ে গিয়েছিলেন না কি তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল এখন সেটাই খতিয়ে দেখছেন পুলিশকর্তারা। হস্টেলের তিনতলা থেকে একটি ম্যানিকুইন ফেলে ঘটনার পুনর্নির্মাণ করেন তাঁরা। পুলিশ দেখতে চাইছে, উপর থেকে কেউ ঝাঁপ দিলে কোথায় গিয়ে পড়তে পারে তাঁর দেহ। আবার ধাক্কা মেরে ফেলে দিলে কতদূর গিয়ে পড়বে।

ঘটনার পুনর্নির্মাণের পাশাপাশি বেঙ্কট রাম হাসপাতালেও যায় রাজ্য পুলিশ। রীতি পড়ে যাওয়ার পর তাঁকে সেই হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে চিকিৎসার কোনও ত্রুটি ছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। হাসপাতালে সঠিক চিকিৎসা হয়নি বলেও অভিযোগ করেছে রীতির পরিবার। তাই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন পুলিশ আধিকারিকরা। চিকিৎসায় গাফিলতি হয়েছিল কি না, তা বোঝার চেষ্টা করেন তাঁরা। অন্ধ্র পুলিশের তদন্তকারী অফিসার সিআই শ্রীনিবার রাওয়ের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। সবমিলিয়ে রীতির রহস্যমৃত্যু নিয়ে জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন- বালাসোর ট্রেন দু.র্ঘটনা: তিন রেল আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই

spot_img

Related articles

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...

বিবাদিবাগে সরে যাচ্ছে সিইও দফতর, ভোটের আগেই নজরদারিতে কড়াকড়ি

চলতি মাসের মধ্যেই নতুন দফতরে সরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। কমিশন সূত্রে খবর, বিবাদিবাগে শিপিং...