ক্রেডাই ওয়েস্ট বেঙ্গল-এর নেতৃত্বে আয়োজিত বার্ষিক রিয়েল এস্টেট সম্মেলন!

পূর্ব ভারতে রিয়েল এস্টেট জগতের সবচেয়ে বড় সম্মেলন, ক্রেডাই ওয়েস্ট বেঙ্গল-এর নেতৃত্বে STATECON ’23 আয়োজিত হতে চলেছে। আগামী ৪ সেপ্টেম্বর ধনধান্য অডিটোরিয়ামে CREDAI ওয়েস্ট বেঙ্গল স্টেটকন-23-এর তৃতীয় সংস্করণের উদ্বোধন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সংস্থা তরফে জানানো হয়েছে।

STATECON 2023-এর উদ্বোধন ঘোষণা করেন, শ্রীযুক্ত সুশীল মোহতা (প্রেসিডেন্ট, CREDA)। তমাল ঘোষাল, বলেন পশ্চিমবঙ্গে কর্ম সুযোগ আনতে এবং রাজ্যের শিল্প ও ব্যবসায়িক পরিস্থিতি উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ ভবিষ্যতেও যাতে সফল হয় সেই দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে। CREDAI- এর তরফে সিদ্ধার্থ পানসারি বলেছেন, রাজ্যে নগরায়নের হার বর্তমান ৩৬% থেকে ৪২% উন্নীত হবে৷ এতে প্রায় ৮ মিলিয়ন লোক যুক্ত হবেন ৷ স্টেটকন ২৩-এর লক্ষ্য হল বর্তমান পরিস্থিতির মূল্যায়ন করে শিল্পের জন্য অবসর হওয়ার পথে উপযুক্ত পদক্ষেপ করা। এই সম্মেলনে বর্তমান রিয়েল এস্টেট পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে কী ভাবে শিল্পের উন্নতি ঘটানো যায় সেই দিকটা পর্যালোচনা করা হবে।

আরও পড়ুন:‘জওয়ান’-এর আড়ালে শাহরুখ – সমীর ট.ক্কর?বাদশার চ্যা.লেঞ্জের জবাব ওয়াংখেড়ের

 

 

 

 

Previous article‘জওয়ান’-এর আড়ালে শাহরুখ – সমীর ট.ক্কর?বাদশার চ্যা.লেঞ্জের জবাব ওয়াংখেড়ের
Next articleবাবা-মায়ের আপত্তি উড়িয়ে সমকা.মী যুগলকে একত্রবাসের অনুমতি আদালতের