Entertainment: ‘বনবাস’ কাটিয়ে বাংলায়, প্রত্যাবর্তনের কারণ জানালেন শর্মিলা 

অনেকদিন ধরেই জল্পনা চলছিল বাংলার মেয়ে ফের ফিরছেন বাংলা সিনেমায় (Bengali Movie)। শুক্রবার রহস্য উম্মোচন হল। পাকাপাকি খবর, ১৪ বছর পর বাংলা সিনেমায় অভিনয় করতে চলেছেন ‘ আরাধনা ‘ গার্ল শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। অনেকেই বলছেন এ যেন বনবাস কাটিয়ে ফিরে আসা। পরিচালক সুমন ঘোষের(Suman Ghosh) ছবিতে কাজ করবেন পতৌদি-জায়া। সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। কিন্তু কেন দীর্ঘ বিরতি আর এভাবে ফিরতে আসা? উত্তর দিলেন শর্মিলা।

একসময় গ্ল্যামার দুনিয়া কাঁপানো বঙ্গতনয়া আজও কলকাতার প্রতি সমান টান অনুভব করেন। “৬০ বছরেরও বেশি সময় হয়ে গেল অভিনয় জীবনের। আজও এই কলকাতায় এলে মনে হয় শহরটা ঠিক ততটা যেন বদলে যায়নি। হ্যাঁ, বেশ কিছু জায়গায় দিল্লির ধাঁচে পুরনো বাড়ি ভেঙে হাইরাইজ় হয়েছে বটে, তবে মোটের উপর এই শহর অনেকটা একই রয়ে গিয়েছে।” ‘অপুর সংসার’-এ অপর্ণা সত্যজিতের হাত ধরে সিনেমা ক্যারিয়ার শুরু করেন। অভিনেত্রী ঋতুপর্ণা বলেছেন, “শর্মিলাজিকে এই ছবিতে পেয়ে আমরা সমৃদ্ধ হব।” অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘অন্তহীন’-এ পিসিমার ভূমিকায় শেষবার দেখা গেছিল শর্মিলা ঠাকুরকে। শর্মিলার চরিত্রটা কেমন? স্মিত হাসি হেসে শর্মিলার উত্তর, “সুমন আমাদের এ ব্যাপারে কিছু বলতেই বারণ করেছে।” তবে সিনে বিশ্লেষকরা বলছেন যেভাবে বেছে বেছে অভিনয় করা সিদ্ধান্ত নিয়েছেন শর্মিলা। সে ক্ষেত্রে দাঁড়িয়ে বড় ধরনের চমক ছাড়া তিনি বাংলা সিনেমাতে এভাবে কাম ব্যাক করতে রাজি হতেন না বলেই মনে করছেন সিনে বিশ্লেষকরা। এখন সব জল্পনার উত্তর দেবে সময়।

Previous articleইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছলেন শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ
Next articleমানা হচ্ছে না গাইডলাইন্স! সোমেই যাদবপুরে আসছে UGC-র বিশেষ প্রতিনিধি দল