Sunday, May 4, 2025

কলম্বোয় টানা বৃষ্টি , সরতে পারে এশিয়া কাপে সুপার-৪-এর ম‍্যাচ : সূত্র

Date:

বৃষ্টির জন‍্য ভেস্তে গিয়েছে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম‍্যাচ। সোমবারের ভারত-নেপাল ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এতেই চিন্তার ভাঁজ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। কারণ শ্রীলঙ্কায় এখন বৃষ্টি। আর বিশেষ করে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ছবিটা আরও খারাপ। সেখানে গত কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। সেখানেই সুপার ফোরের পাঁচটি ম্যাচ এবং এশিয়া কাপের ফাইনাল হওয়ার কথা। আর এরপরই চিন্তায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সূত্রের খবর, বৃষ্টির কারণে যাতে ম‍্যাচ ভেস্তে যেতে না পারে তাই, সুপার ফোরের ম‍্যাচ গুলির কেন্দ্র বদলের কথা ভাবনা চিন্তা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এক্ষেত্রে ম‍্যাচ সরলে হতে পারে পাল্লেকেলে এবং ডাম্বুলাতে।

সূত্রের খবর,  ইতিমধ্যে এশিয়ান ক্রিকেট সংস্থা আপৎকালীন পরিস্থিতিতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ কেন্দ্র বদলের কথা ভাবনা চিন্তা করছে। জানা যাচ্ছে, কলম্বো থেকে ম্যাচ সরানো হলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের হাতে বিকল্প রয়েছে পাল্লেকেলে ও ডাম্বুলার। সুতরাং, কলম্বো থেকে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলি সরিয়ে নিয়ে যাওয়া হলে এই দুটি কেন্দ্রে আয়োজন করা হতে পারে।

এশিয়া কাপ প্রাথমিকভাবে পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ায় পিসিবি শেষমেশ হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়। এশিয়া কাপ যুগ্মভাবে আয়োজিত হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। এদিকে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এক হাত নিলেন নাজম শেঠি। পিসিবির প্রাক্তন চেয়ারম্যান বলেন,” পুরো বিষয়টাই অত্যন্ত হতাশার। ক্রিকেটের সব থেকে বড় লড়াই বৃষ্টিতে ভেসে গেল। বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। পিসিবি চেয়ারম্যান থাকার সময় এসিসি কর্তাদের অনুরোধ করেছিলাম, ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করার। অথচ শ্রীলঙ্কায় খেলা আয়োজনের পক্ষে দুর্বল অজুহাত তৈরি করা হয়েছিল। ওদের দাবি ছিল, দুবাইয়ে নাকি ভীষণ গরম।

আরও পড়ুন:ডুরান্ড কাপ চ‍্যাম্পিয়ন মোহনবাগান, ইস্টবেঙ্গলকে হারাল ১-০ গোলে

 

 

 

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version