Wednesday, November 12, 2025

ফের দিল্লিতে প্রশ্নের মুখে নারী সুরক্ষা! স্কুল বাসেই নাবালিকার যৌ.ন হে.নস্থা

Date:

স্কুল বাসের (School Bus) মধ্যে যৌন হেনস্থার (Physical Assault) শিকার এক নাবালিকা স্কুল পড়ুয়া (School Student)। দিল্লির (Delhi) বেগমপুর এলাকার ঘটনা। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গত ২৩ অগাস্ট বিষয়টি প্রকাশ্যে আসে, যখন নির্যাতিতার মা লক্ষ্য করেন যে তাঁর মেয়ের ব্যাগ প্রস্রাবে ভিজে গিয়েছে। এরপরই ৬ বছরের ওই শিশুকে জিজ্ঞাসা করার পর সে মাকে জানায় স্কুল বাসে একজন সিনিয়র (Senior) শ্লীলতাহানি করেছে তার। রাজধানী শহরে ফের এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

এরপরই নাবালিকার পরিবার পরের দিন স্কুল কর্তৃপক্ষকে পুরো ঘটনাটি জানায়। তবে পরিবারের অভিযোগ, স্কুলের চেয়ারম্যান সব শুনে সিনিয়রের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের কথা বলেন। ছাত্রীর পরিবারের আরও অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ তাঁদের সোসাইটির সদস্যদের সামনে শিশুটির পরিচয় প্রকাশ করেছে, যা একেবারেই আইন বিরুদ্ধ।

এদিকে দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ পুলিশকর্তা বলেন, ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৪ (নারীকে তার শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ) এবং ২২৮এ ( অপরাধের শিকার ব্যক্তির পরিচয় প্রকাশ) এবং শিশুদের সুরক্ষার ১০/২১-এর অধীনে যৌন অপরাধ (পকসো) আইনের ভিত্তিতে বেগমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় আগেই, দিল্লি কমিশন ফর উইমেন বিষয়টি বিবেচনা করে এবং মামলার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য চেয়ে পুলিশকে একটি নোটিশ দেয়। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ডিসিডব্লিউ চেয়ারপার্সন স্বাতি মালিওয়াল। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে দিল্লি পুলিশের কাছে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version