Monday, January 12, 2026

চিরকুটে চাকরির পর বাম জমানার পণ্য সরবরাহ নিগমের ১০০ কোটির দু.র্নীতি ফাঁস

Date:

Share post:

সিপিএম (CPIM) তথা বামফ্রন্ট ৩৪ বছর রাজ্যের বুকে অরাজকতা চালিয়ে, আজ তা কারও অজানা নয়। তাদের সময়কালের কু-কীর্তি ধীরে ধীরে ফাঁস হচ্ছে। রাজনৈতিক হত্যা, ধর্ষণ, নির্বাচনের নামে প্রহসন ও গণতন্ত্রের হত্যা সিপিএমের আমলের রোজনামচা ছিল। সেইসঙ্গে ছিল ব্যাপক আর্থিক দুর্নীতি। দলের হোলটাইমারদের পরিবারের অযোগ্য সদস্যদের ঘুরপথে সরকারি চাকরি পাইয়ে দেওয়া ছিল সিপিএম আমলে অলিখিত নিয়ম। সিপিএম বাড়ির লোকেদের একের পর এক চিরকুটে চাকরি হয়েছে।

এবার সামনে এলো বামফ্রন্ট সরকারের সময় বিপুল পরিমাণ আর্থিক অনিয়ম। একাধিক আর্থিক অনিয়মের জেরে সরকারি সংস্থা অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগমের (ইসিএসসি) কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে। সম্প্রতি বিধানসভায় পেশ হয় এই সংস্থার ২০১৬-১৭ অর্থবর্ষের বার্ষিক রিপোর্ট। তাতেই বাম আমলের এই অনিয়ম সামনে আসে।

রিপোর্ট বলছে, সরাসরি আর্থিক ক্ষতি ছাড়াও অনিয়মের জেরে আর্থিক দাবি সংক্রান্ত একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা ও বিদেশের আরবিট্রেশন কোর্টে। সব মিলিয়ে ১০০ কোটির বেশি টাকার ক্ষেত্রে গরমিল ও অনিয়ম হয়েছে বলে রিপোর্ট থেকে জানা যাচ্ছে। দেখা যাচ্ছে, ২০০৪ থেকে ২০০৬-০৭ সময়কালেই সবচেয়ে বেশি আর্থিক অনিয়ম হয়েছে দেশ ও বিদেশে বিভিন্ন ধরনের পণ্য পাঠানোর ক্ষেত্রে।
ইসিএসসি বিভিন্ন ব্য‌ক্তি বা সংস্থাকে পণ্য সরবরাহ ও রপ্তানির জন্য অগ্রিম অর্থ দেয়। সেই টাকা বহু ক্ষেত্রে নয়ছয় হয়েছে বলে অভিযোগ।

অনেক ক্ষেত্রে আদালতে দুর্নীতির মামলাও চলছে আদালতে। সংস্থার তৎকালীন শীর্ষকর্তারা ওই সব মামলায় অভিযুক্ত। বার্ষিক রিপোর্টে দুই অভিযুক্ত আইএএস অফিসার সহ মোট তিনজন পদস্থ কর্তার গ্রেপ্তারির বিষয়টিও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। দুই আইএএস অফিসার ইসিএসসি’র ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন। সিপিএম আমলে কোনওরকম টেন্ডার না করে পণ্য পাঠানোর জন্য অগ্রিম কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল। তারপর অনেক সংস্থার কোনও খোঁজই পাওয়া যায়নি।

 

 

 

 

 

 

spot_img

Related articles

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...