Wednesday, May 7, 2025

অমীমাংসিত কর সংক্রান্ত মামলা নিষ্পত্তির সময়সীমা আরও ১৫ দিন বাড়ালো রাজ্য

Date:

রাজ্যের বিভিন্ন শিল্প সংস্থার তরফে অমীমাংসিত কর সংক্রান্ত মামলা নিষ্পত্তির সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য। বিভিন্ন আদালতে বিচারাধীন এই ধরণের মামলা নিষ্পত্তির জন্য ৩১ আগস্ট পর্যন্ত সুযোগ দিয়েছিল সরকার। শিল্প সংগঠন ও বণিকসভাগুলির আর্জি মেনে সেই সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে রাজ্যের অর্থ দফতর। প্রসঙ্গত, চলতি বছরের ১ এপ্রিল থেকে এই সুবিধাটি চালু করা হয়েছিল। প্রথম আড়াই মাসে ১২ হাজার সংস্থা এই প্রকল্পের সুযোগ নিয়েছে বলে দাবি রাজ্যের অর্থ দফতরের। এর ফলে রাজ্যের আয় হয়েছে ১০০ কোটি টাকারও বেশি।

জি এস টি চালুর আগে কর সংক্রান্ত যে বিরোধগুলি আদালত পর্যন্ত গড়িয়েছিল এবং নিষ্পত্তি হয়নি সেগুলির বকেয়া করের ১৫ শতাংশ মেটালে সংস্থাগুলি তাদের আর্থিক বিবরণী আরও অনেক বেশি স্বচ্ছ রাখতে পারবে বলে দাবি রাজ্যের অর্থ দফতরের। শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে তা অনেকটাই আর্থিক রেহাই দেবে বলেও দাবি। ভ্যাট, জিএসটি এবং সেলস ট্যাক্সের ক্ষেত্রে এভাবে বিরোধের মীমাংসা করা যাবে ১৫ শতাংশ কর মিটিয়ে। এক্ষেত্রে পেনাল্টি, সুদ এবং লেট ফি বাবদ যা বকেয়া আছে, সেখানেও ১০০ শতাংশ রেহাইয়ের সুযোগ পাবেন করদাতারা। এন্ট্রি ট্যাক্সের ক্ষেত্রে বকেয়া করের ৫০ শতাংশ মেটালেই মীমাংসা সম্ভব হবে। এক্ষেত্রে পেনাল্টি ও অন্যান্য বকেয়া দেওয়ার প্রয়োজন নেই।

রাজ্যের ট্রান্সপোর্ট সংস্থাগুলিও রাজ্য সরকারের এই স্কিমের আওতায় আসতে পারবে। সেক্ষেত্রে কর বকেয়া রাখার জন্য যে পেনাল্টি দেওয়ার কথা, তার দু’শতাংশ বা à§§à§« হাজার টাকা— দুয়ের মধ্যে যেটি কম, সেটুকু মিটিয়ে দিলেই হবে। রাজ্য সরকার জানিয়েছে, গত অর্থবর্ষ পর্যন্ত বিভিন্ন কোর্ট ও ট্রাইবুনালে ২৫ হাজার মামলা ঝুলেছিল। তাদেরই এই সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার। এখন রাজ্যের শিল্প সংগঠন ও বণিকসভাগুলির আর্জি মেনে সেই সময়সীমা আরও বাড়িয়ে দিল সরকার।

আরও পড়ুন- প্রাকৃতিক বি.পর্যয়ে বিধ্ব.স্ত পাহাড়, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পাহাড় কাটায় নিষেধাজ্ঞা জারি হিমাচলে

Related articles

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

এটা বিভেদের সময় নয়। কাঁধে কাধ মিলিয়ে লড়াইয়ের সময়। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে...
Exit mobile version