Thursday, December 4, 2025

আজ এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া, চিন্তায় সেই বৃষ্টি

Date:

Share post:

আজ এশিয়া কাপে দ্বিতীয় ম‍্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ নেপাল। প্রথম ম‍্যাচ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামলেও, বৃষ্টির জন‍্য ভেস্তে যায়। আজ সেই বৃষ্টির ক্যান্ডিতেই ভারত-নেপাল ম্যাচ। সুপার ফোর-এ পা রাখার জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ ভারতের কাছে। জিতলে পাকিস্তানের মতো তিন পয়েন্ট নিয়ে সুপার ফোর-এ যাবেন রোহিত শর্মারা। আবার বৃষ্টিতে পয়েন্ট ১-১ ভাগাভাগি হলেও রোহিতদের পরের ধাপে যাওয়া আটকাবে না। যেহেতু নেপাল প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২৩৮ রানে হেরেছে। এদিকে, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন যশপ্রীত বুমরাহ। তবে সুপার ফোর-এর আগেই তিনি আবার ফিরে আসবেন বলে জানা যাচ্ছে।

পাকিস্তানের বিরুদ্ধে ১৫ ওভারে ৬৬-৪ থেকে ভারত ২৬৬ রান করেছে। ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া চাপের মুখে অসাধারণ ব্যাটিং করেছেন। এই ম্যাচ থেকে এটাই প্রাপ্তি রোহিতদের। এক সময় শাহিন আফ্রিদি চেপে ধরেছিলেন ভারতীয় ব্যাটিংকে। তাঁর সঙ্গে বল হাতে নজর কেড়েছেন হ্যারিস রউফ ও নিসিম শাহ। আফ্রিদির চার উইকেটের পাশে তিন উইকেট হ্যারিস ও নাসিমের।

একদিনের ক্রিকেটে পাঁচ নম্বরে এই প্রথম খেললেন ঈশান। তিনি কিন্তু চাপের পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন। ঈশান একটা দিক ধরে রাখার জন্যই হার্দিক পরে নিজের খেলা খেলতে পেরেছেন। এই দুজনের জুটিতে ১৩৮ রান উঠেছে বলে ভারত শেষপর্যন্ত ২৬৬ রান করতে পেরেছে। কিন্তু রোহিত, বিরাটের রান না পাওয়া অবশ্যই চিন্তার বিষয়। রান পাননি শ্রেয়স, শুভমন, জাদেজা, শার্দূলও। নেপালের বিরুদ্ধে সবাই ছন্দে ফেরার চেষ্টায় থাকবেন।

নেপালের জন্য মুশকিল এটাই যে, তাদের ক্রিকেটাররা খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান না। পাকিস্তানের বিরুদ্ধে নেপালের বোলার এবং ব্যাটাররা কিছু করতে পারেননি। এই ম্যাচে নজর নিজেদের দিকে ঘোরানোর চেষ্টা করবেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিছানে ও অধিনায়ক রোহিত পাওডেল। আর ভারতীয় ব্যাটারদের মধ্যে রানের খোঁজে থাকবেন শুভমন গিল, শ্রেয়স আইয়াররা। বিশ্বকাপের আগে এখন সব ম্যাচই তাঁদের জন্য স্টেজ রিহার্সাল। তবে সবটাই নির্ভর করছে আবহাওয়ার উপর।

আরও পড়ুন:ডুরান্ড ডার্বি জিতেও আবেগে ভাসতে নারাজ বাগান কোচ, জুয়ানের মাথায় এএফসি কাপ

 

 

 

 

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...