Monday, August 25, 2025

মাতৃদর্শনে ভরসা রাখুন পুলিশের বিশেষ অ্যাপে

Date:

Share post:

আপনি হয়তো বিশেষ মণ্ডপে কিছুক্ষণ পরে যাবেন ভাবছেন। তখন ওই মণ্ডপ এড়িয়ে অন‌্য মণ্ডপে অনায়াসে যেতে পারবেন। সেই ভাবনা নিয়েই এই বছর লালবাজার চালু করছে ‘পুজো কিউ ওয়েটিং টাইম অ‌্যান্ড ডিসপ্লে সিস্টেম’। দিন কয়েক আগে এই ব‌্যাপারে লালবাজারের কর্তারা একটি বৈঠক করেন। তাতেই এই পদ্ধতি চালুর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ২০ টি মণ্ডপ চিহ্নিত করা হয়েছে। ওই মন্ডপগুলিতে থাকবে কলকাতা পুলিশের বিশেষ টিম।তারা নিজস্ব ক‌্যামেরার সাহায্যে অনবরত ছবি তুলে পাঠাবে। ওই ক‌্যামেরার সঙ্গে সংযুক্ত থাকবে জিপিএস, বিশেষ সফটওয়‌্যার ও অ‌্যাপ। ভিডিও ক‌্যামেরায় মণ্ডপের ভিতর মানুষের ভিড় ও বাইরে দর্শনার্থীদের লাইনের ছবি তোলা হবে। এর পর সফটওয়‌্যার ও অ‌্যাপের মাধ‌্যমে বিশ্লেষণ করা হবে যে, মণ্ডপ ও তার চারপাশে কত মানুষের ভিড় রয়েছে।সেই তথ্য নিমেষে পৌঁছে যাবে দর্শনার্থীদের কাছে।

তথ্য অনুযায়ী, উত্তর থেকে দক্ষিণ কলকাতার ২০ টি পুজোয় বেশি ভিড় হয়। সাধারণভাবে কলকাতা বা জেলা থেকে আসা দর্শনার্থীরা এই মণ্ডপগুলিতে বেশি ভিড় করেন। ফলে বিকেল থেকেই মণ্ডপগুলিতে শুরু হয় দর্শনার্থীদের লাইন। যাঁরা গাড়ি করে ঠাকুর দেখতে আসেন, তাঁদের গাড়ির ভিড় রয়েছেই। আবার যাঁরা হেঁটে হেঁটে এক মণ্ডপ থেকে অন‌্য মণ্ডপে ঘোরেন, তাঁদের রাস্তা পার হওয়ার জন‌্যও যাতে রাস্তায় যানজট না হয়, সেদিকেও নজর রাখতে হয় পুলিশকে।

দর্শনার্থীদের সুবিধার জন‌্য গত কয়েক মাস ধরেই কাজ করছে কলকাতা পুলিশের রিসার্চ অ‌্যান্ড ডেভলপমেন্ট উইং। এই উইংয়ের সদস‌্যরা সমীক্ষা করে কলকাতার যে ২০টি মণ্ডপে বেশি ভিড় হয়, সেগুলির তালিকা তৈরি করেছেন।

 

 

 

spot_img

Related articles

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...