Saturday, December 6, 2025

মাতৃদর্শনে ভরসা রাখুন পুলিশের বিশেষ অ্যাপে

Date:

Share post:

আপনি হয়তো বিশেষ মণ্ডপে কিছুক্ষণ পরে যাবেন ভাবছেন। তখন ওই মণ্ডপ এড়িয়ে অন‌্য মণ্ডপে অনায়াসে যেতে পারবেন। সেই ভাবনা নিয়েই এই বছর লালবাজার চালু করছে ‘পুজো কিউ ওয়েটিং টাইম অ‌্যান্ড ডিসপ্লে সিস্টেম’। দিন কয়েক আগে এই ব‌্যাপারে লালবাজারের কর্তারা একটি বৈঠক করেন। তাতেই এই পদ্ধতি চালুর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ২০ টি মণ্ডপ চিহ্নিত করা হয়েছে। ওই মন্ডপগুলিতে থাকবে কলকাতা পুলিশের বিশেষ টিম।তারা নিজস্ব ক‌্যামেরার সাহায্যে অনবরত ছবি তুলে পাঠাবে। ওই ক‌্যামেরার সঙ্গে সংযুক্ত থাকবে জিপিএস, বিশেষ সফটওয়‌্যার ও অ‌্যাপ। ভিডিও ক‌্যামেরায় মণ্ডপের ভিতর মানুষের ভিড় ও বাইরে দর্শনার্থীদের লাইনের ছবি তোলা হবে। এর পর সফটওয়‌্যার ও অ‌্যাপের মাধ‌্যমে বিশ্লেষণ করা হবে যে, মণ্ডপ ও তার চারপাশে কত মানুষের ভিড় রয়েছে।সেই তথ্য নিমেষে পৌঁছে যাবে দর্শনার্থীদের কাছে।

তথ্য অনুযায়ী, উত্তর থেকে দক্ষিণ কলকাতার ২০ টি পুজোয় বেশি ভিড় হয়। সাধারণভাবে কলকাতা বা জেলা থেকে আসা দর্শনার্থীরা এই মণ্ডপগুলিতে বেশি ভিড় করেন। ফলে বিকেল থেকেই মণ্ডপগুলিতে শুরু হয় দর্শনার্থীদের লাইন। যাঁরা গাড়ি করে ঠাকুর দেখতে আসেন, তাঁদের গাড়ির ভিড় রয়েছেই। আবার যাঁরা হেঁটে হেঁটে এক মণ্ডপ থেকে অন‌্য মণ্ডপে ঘোরেন, তাঁদের রাস্তা পার হওয়ার জন‌্যও যাতে রাস্তায় যানজট না হয়, সেদিকেও নজর রাখতে হয় পুলিশকে।

দর্শনার্থীদের সুবিধার জন‌্য গত কয়েক মাস ধরেই কাজ করছে কলকাতা পুলিশের রিসার্চ অ‌্যান্ড ডেভলপমেন্ট উইং। এই উইংয়ের সদস‌্যরা সমীক্ষা করে কলকাতার যে ২০টি মণ্ডপে বেশি ভিড় হয়, সেগুলির তালিকা তৈরি করেছেন।

 

 

 

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...