Monday, January 12, 2026

রিপোর্ট না পসন্দ! যাদবপুরে UGC-র প্রতিনিধি দল, আজব যুক্তি নয়া উপাচার্যের

Date:

Share post:

পূর্ব ঘোষণা মতো সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) গেল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল (UGC Delegation Team)। এদিন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি হস্টেলেও যান প্রতিনিধি দলের সদস্যরা। সব পক্ষের সঙ্গেই আলাদা আলাদা করে কথা বলে সেদিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানতে চান প্রতিনিধি দলের সদস্যরা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে পৌঁছয় ইউজিসি-র চার সদস্যের প্রতিনিধি দল। তবে সোমবারেই তাঁরা ফিরে যাবেন না কি কলকাতায় থেকে যাবেন, তা স্পষ্ট নয়।

পাশাপাশি এদিন বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করতে পারে ইউজিসি। খতিয়ে দেখা হবে র‌্যাগিং সংক্রান্ত নিয়মকানুনও। এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে কয়েকটি রিপোর্টও চাইতে পারেন ইউজিসির প্রতিনিধিরা। তবে এদিন বিশ্ববিদ্যালয়ের পিছনের গেট থেকে অরবিন্দ ভবনে প্রবেশ করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। উপাচার্য বুদ্ধদেব সাউ (Vice Chancellor Buddgadeb Shaw) ও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর সঙ্গে করেন বৈঠক করেন তাঁরা। পরে তাঁরা মেইন হস্টেলে গিয়ে কথাবার্তা বলেন পড়ুয়াদের সঙ্গেও।

তবে এদিন সাংবাদিকরা ইউজিসি-র প্রতিনিধি দলের পরিদর্শন প্রসঙ্গে প্রশ্ন করা হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, আমাদের সঙ্গে তাঁরা দেখা করতে চেয়েছেন। তাঁরা আজ ভিজিট করতে এসেছেন, তাঁদের দেখা করার আছে বা কারও সঙ্গে কথা বলার আছে। আমাদের বলেছেন ভিজিট করতে আসছি, আর কিছু নয়। এছাড়া এদিন উপাচার্যকে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে উপাচার্য দাবি করেন, ব়্যাগিং নিয়েই যে ইউজিসি-র প্রতিনিধিরা দেখা করতে এসেছেন এই বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই। তিনি বলেন, ইউজিসি কী করতে এসেছে, তারাই জানে।

 

উল্লেখ্য, ইউজিসির গাইডলাইনস মানছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়, তা নিয়ে প্রশ্ন তুলে আগেই যাদবপুরকে চিঠি দেয় ইউজিসি। প্রথম দফায় উত্তরও দেয় যাদবপুর। কিন্তু গুঞ্জন ওঠে ক্যাম্পাসে আসতে পারে ইউজিসির প্রতিনিধি দল। আর সেই গুঞ্জন সত্যি করেই সোমবার যাদবপুরে এল প্রতিনিধি দল।

 

 

 

 

 

 

spot_img

Related articles

সোলানে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু নাবালকের, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু

হিমাচল প্রদেশের সোলানে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire incident)! সোমবার ভোরে আর্কি এলাকার এক পুরোনো বাস স্ট্যান্ডে আগুন লেগে...

ভোটের আগে ইডি-র হানা: CPIM-এর উল্টো পথে শরিকদল CPIML

লোকসভা নির্বাচনের আগে যে শরিক দলের হাত ধরে ভোট বৈতরণী পার করার চেষ্টা করেছিল বাংলার সিপিআইএম, সেই শরিক...

নথির প্রাপ্তি স্বীকার করছে না কমিশন! আরও হয়রানির আশঙ্কা করে জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি মুখ্যমন্ত্রীর

ফের SIR-এর শুনানি-পর্বে মানুষের হয়রানির অভিযোগ তুলে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) চিঠি দিলেন বাংলার...

প্রতিরক্ষা ও আন্তর্জাতিক মিশনে ধাক্কা: নিখোঁজ ‘অন্বেষা’-সহ একাধিক স্যাটেলাইট

বছরের প্রথম মহাকাশ মিশনেই বড় ধাক্কা ISRO-তে। সোমবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C62 রকেট উৎক্ষেপিত...