কাকভোরে ‘জওয়ান ‘ এর প্রথম শো কলকাতায়, দুহাজার ছাড়াল টিকিটের দাম

এই ছবির তেলেগু-ডাব করা সংস্করণের সকাল ৬টার শো অগ্রিম বুকিং ইতিমধ্যেই ৮০% পূর্ণ হয়ে গেছে।এই প্রথম কোনও হিন্দি ছবির জন্য দক্ষিণের বাজারে এত উন্মাদনা চোখে পড়ছে।

হাতে মাত্র একটা দিন, লক্ষ্মীবারেই লক্ষীলাভের আশায় বক্সঅফিসে আছড়ে পড়বে ‘জওয়ান’ (Jawan) ঝড়। গত শুক্রবার থেকে শুরু হয়েছে অগ্রিম বুকিং। নিমেষে হাউসফুল একের পর এক শো। প্যান ইন্ডিয়া মুক্তি (pan India Release of Jawan) পাচ্ছে এই ছবি। হিন্দি এবং তামিল ভার্সনের টিকিট বিক্রি প্রথম চালু হয়েছে। দুটি ক্ষেত্রেই নজিরবিহীন রেকর্ড কিং খানের সিনেমার। এমনকি উন্মাদনার নিরিখে পিছিয়ে পড়েছে বাদশার ‘পাঠান’ও (Pathan)। কলকাতায় (Kolkata) কিং খানের ফ্যানেদের কথা ভেবে জওয়ান (Jawan) সিনেমার প্রথম শো টাইম রাখা হল ভোর ৫টা। এর আগে কোনদিন যা হয়নি সেই অসম্ভবকে সম্ভব করলেন শাহরুখ খান (Shahrukh khan)।

ছবির চাহিদার কথা মাথায় রেখে নাকি এই ব্যবস্থা। দর্শদের চমকে দিতেই মিরাজ-এর (Miraz Cinemas) এই উদ্যোগ। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের ভক্তদের উদ্দেশে মিরাজ লিখল, ‘ঘুমের অপেক্ষা হতে পারে, শাহরুখের নয়। যদিও টিকিটের দাম খুব একটা বেশি রইল না।’ শুধু এখানেই নয় শহরের বড় বড় মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনে মুঠো মুঠো টিকিট বিক্রি হয়ে যাচ্ছে পলকে। শহরতলীতে শো শুরু হয়ে যাচ্ছে সকাল ৭টায়। অর্থাৎ বুধের রাত জেগেই কাটাবেন কিং অনুরাগীরা।জানা যাচ্ছে, এই ছবির তেলেগু-ডাব করা সংস্করণের সকাল ৬টার শো অগ্রিম বুকিং ইতিমধ্যেই ৮০% পূর্ণ হয়ে গেছে।এই প্রথম কোনও হিন্দি ছবির জন্য দক্ষিণের বাজারে এত উন্মাদনা চোখে পড়ছে। তামিলনাড়ুতেও সাড়া ফেলেছে ‘জওয়ান’-এর অগ্রিম টিকিং বুকিং। সিনে বিশেষজ্ঞদের আশা দক্ষিণ ভারতে শাহরুখের হাতেই বলিউড নয়া ইতিহাস গড়বে।

কাউন্ট ডাউন ইতিমধ্যেই শুরু হয়েছে। এক নয়, একাধিক অবতার নিয়ে পর্দা কাঁপাতে আসছেন শাহরুখ খান, বিজয় সেতুপতি, নয়নতারা, দীপিকা পাড়ুকোন, সানিয়া মালহোত্রার মতো তারকারা। আর সেই সিনেমার টিকিটের মূল্য শুনলে মাথায় হাত দিতে হবে আপনাকে। দিল্লি বা মুম্বইয়ে টিকিটের দাম ছুঁয়েছে ২০০০ টাকার উপরে। কোথাও কোথাও তা ২,৪০০ টাকাতেও পাওয়া যাচ্ছে। শহরে এখনও পর্যন্ত সর্বোচ্চ টিকিটের দাম ১৮০০ ছাড়িয়েছে। সাউথ সিটি মলের আইনক্স ইনসিগনিয়াতে টিকিটের দাম ১৮৩০ টাকা। এরকম বিভিন্ন শপিং মলের আইনক্সে টিকিটের গাম ১০০০ ছাড়িয়েছে বা আশেপাশে ঘোরাফেরা করছে। লক্ষ লক্ষ টাকার টিকিট বিক্রিতে মুক্তির আগেই হাসি রেড চিলিজ পরিবারে।