Tuesday, November 4, 2025

দলে জাগয়া হল না সঞ্জুর, বিশ্বকাপে ফর্মে না থাকা সূর্যকুমার, কেন?

Date:

আজই ঘোষণা হয়েছে আসন্ন একদিনের বিশ্বকাপের দল। ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়া হলেও বিশ্বকাপ দলে সুযোগ হল না সঞ্জু স্যামসনের। এশিয়া কাপের দল ঘোষণার সময় অজিত আগারকার জানিয়েছিলেন, বিশ্বকাপের দলে খুব বেশি বদল হবে না। এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াড ছিল। বিশ্বকাপে ১৫ জনের দল ঘোষণা করল বিসিসিআই। সেখান থেকেই বাদ পড়লেন সঞ্জু। বাদ পরেছেন তিলক ভার্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণা।

এশিয়া কাপ ২০২৩-এর জন্য সঞ্জুকে ট্রাভেলিং রিজার্ভ করা হয়েছিল। আসলে, চোটের কারণে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি রাহুল। আর সেই কারণে সঞ্জুকে রাখা হয়েছিল ঈশান কিষাণের ব্যাকআপ হিসেবে। সঞ্জু স্যামসন ওডিআই ক্রিকেটে ১৩টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি গড়ে ৫৫.৭১ রান করেছেন। মোট ৩৯০ রান। মোট ৩টি হাফ সেঞ্চুরি করেন। অন্যদিকে টি-২০ ক্রিকেটে দারুণ ছন্দে থাকলেও, একদিনের ক্রিকেটে একেবারেই ছন্দে নেই সৃর্যকুমার যাদব। ২৬ ম্যাচে তাঁর রান ৫১১। গড় ২৪.৩৩। পরিসংখ্যানের দিক থেকে পিছিয়ে থাকলেও সূর্যকুমার মাঝের ওভারে দারুণ মারতে পারেন। টি-২০ ক্রিকেটেও তিনি পরের দিকে নামেন। ফলে বল নরম হয়ে যাওয়ার পর ফিল্ডিং ছড়িয়ে যাওয়ার পরেও অদ্ভুত কিছু শট খেলে রান তুলে আনেন তিনি। শেষদিকে রানের গতি বাড়াতে সূর্যকে কাজে লাগাতে চাইছে ভারতীয় দল।

এদিকে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি সূর্যকুমার। দলে থাকলেও সুযোগ পাননি সঞ্জুও। কেএল রাহুলের অনুপস্থিতিতে উইকেট কিপিং করেছেন ঈশান কিষাণ। পাকিস্তানের বিরুদ্ধে ৮১ বলে ৮২ রানের ইনিংস খেলেন দলকে ভরসা দিয়েছেন তিনি। একদিনের ক্রিকেটে ইতিমধ্যেই ৭টা হাফ সেঞ্চুরি, ১টা ডাবল সেঞ্চুরি ও একটা সেঞ্চুরি করে ফেলেছেন বাঁহাতি ব্যাটার।

আরও পড়ুন:নেপালের বিরুদ্ধে বড় ব‍্যবধানে জয় পেলেও দলের খেলায় খুলি নন রোহিত

 

 

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version