রাধাকৃষ্ণণের দৃষ্টিকে সম্মান জানিয়ে শিক্ষক সমাজকে অভিনন্দন অভিষেকের

আজ, ৫ সেপ্টেম্বর। আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন। এই দিনটিকে ভারতবাসী শিক্ষক দিবস হিসেবে পালন করে। শ্রদ্ধায় সম্মানে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ-এর অবদানকে দেশ স্মরণ করে। একই সঙ্গে শিক্ষক সমাজকে প্রণাম জানানো হয়। আজ শিক্ষক দিবসে সমাজের প্রতিটি শিক্ষককে শ্রদ্ধা ও অভিনন্দন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ‘জওয়ান’ মুক্তির আগে তিরুপতি মন্দিরে কন্যাকে নিয়ে শাহরুখ!

সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, ‘শিক্ষাই একটি সমৃদ্ধ জাতির ভিত্তি। আসুন আমরা সবাই শিক্ষক দিবসে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের দৃষ্টিকে সম্মান করি এবং আমাদের সমাজে শিক্ষাবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে কুর্নিশ করি। সকল শিক্ষককে, যাঁরা প্রতিদিন শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও ক্ষমতায়ন করে, আমরা আপনাকে অভিনন্দন জানাই।’

আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ৫ই সেপ্টেম্বর, ১৮৮৮ তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি (১৯৫২-১৯৬২) এবং দ্বিতীয় রাষ্ট্রপতি(১৯৬২-৬৭) ছিলেন। রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক মানুষটি ছাত্রজীবনে অতি মেধাবী ছিলেন। জীবনে কোনও পরীক্ষায় তিনি দ্বিতীয় হননি।

১৯০৫ সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল ‘বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা’। তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসাবেও পরিচিত ছিলেন। ১৯৩১ সালে তাঁকে ব্রিটিশ নাইটহুডে সম্মানিত করা হয়। ১৯৫৪-তে ভারতরত্ন সম্মান পান। তাঁর জন্মদিবস উপলক্ষেই শিক্ষক দিবস পালন করা হয় দেশজুড়ে।