Friday, November 14, 2025

আরও অনেক পথ যাওয়া বাকি: কন্যার সমাবর্তনের ছবি পোস্ট করে অভিনন্দন আপ্লুত বাবা সৌরভের

Date:

অর্থনীতিতে স্নাতক হয়েছেন সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায়। বুধবার হয়ে গেল তাঁর সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়।দুজনই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন কন্যাকে। একটি ছবিতে দেখা যাচ্ছে সানাকে। সমাবর্তনের বিশেষ পোশাকে। অন্য ছবিতে সৌরভ ও ডোনার সঙ্গে সানা। সৌরভ লিখেছেন, ‘সমাবর্তনের দিন। অনেক অভিনন্দন সানা। আরও অনেক পথ যাওয়া বাকি।’ সোশ্যাল মিডিয়ায় বুধবার ছবি পোস্ট করে ডোনা লেখেন, ‘সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি।’তিনি যখন লন্ডনে পড়াশোনা করতে গিয়েছিলেন, কার্যত তার পরই পরই করোনার প্রাদুর্ভাব।কিন্তু নিজের লক্ষ্যপূরণ করলেন সৌরভ-কন্যা। অর্থনীতি নিয়ে স্নাতক হলেন তিনি।

অর্থনীতি নিয়ে পড়াশোনা করার জন্য লন্ডনের ইউসিএল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন সানা। ২০১৯ সাল থেকে লন্ডনেই থাকেন তিনি। সানার জন্য মাঝে মধ্যেই লন্ডনে গিয়ে থাকেন ডোনা ও সৌরভ। সানা স্নাতক হওয়ায় বেহালার বীরেন রায় রোডে মঙ্গলচণ্ডী ভবনে খুশির হাওয়া। সানার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে হাজির থাকতে আগেই লন্ডনে গিয়েছিলেন ডোনা। এবার পৌঁছে গিয়েছেন সৌরভও। ৬ সেপ্টেম্বর লন্ডনে হল সমাবর্তন অনুষ্ঠান।

বুধবারই ইংল্যান্ড পৌঁছে গিয়েছিলেন সৌরভ। সামনেই দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনাল সহ মোট পাঁচটি ম্যাচ রয়েছে। বিশ্বকাপের পাঁচ ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য একটি আয়োজক কমিটি গঠন করেছে সিএবি। সেই কমিটিতে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রয়েছেন অভিষেক ডালমিয়াও। বিশ্বকাপের আগেই তাই সৌরভ ফিরে আসবেন কলকাতায়।

 

 

 

 

 

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version