Thursday, August 21, 2025

মধ্যরাতে প্রথম শো, কিন্তু দিল্লিতে দেখা যাবে না শাহরুখের ‘জওয়ান’?

Date:

অপেক্ষার অবসান ঘটিয়ে আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিগ স্ক্রিনে জওয়ান অবতারে বলিউড বাদশার (Shahrukh Khan)আবির্ভাব। উন্মাদনার নিরিখে অতীতের সব রেকর্ড আগেই ছাপিয়ে গেছেন শাহরুখ ফ্যানেরা। সারা দেশের সব সিনেমা হলে সাজো সাজো রব। যে পরিমাণ অগ্রিম বুকিং হচ্ছে তাতে বিশেষজ্ঞরা মনে করছেন, শাহরুখের (Shah Rukh Khan) কামব্যাক ছবিকেও ছাপিয়ে যাবে ‘জওয়ান’(Jawan)। অপেক্ষা যেন আর তর সইছে না। তাই সকালে নয় মধ্যরাতেই সিনেমার প্রথম শো রাজ্যে। শহর কলকাতায় ‘জওয়ান’-এর (Jawan) প্রথম শো বৃহস্পতিবার ভোর পাঁচটায়। রায়গঞ্জে নাকি ২.৪৫ মিনিটেই ছবির প্রথম শোয়ের ব্যবস্থা করে ফেলেছে কল্যাণী মাল্টিপ্লেক্স। কিন্তু ‘জওয়ান’ (Jawan) শাহরুখের ধুন্ধুমার অ্যাকশন দেখতে পাবেন কি দিল্লির অনুরাগীরা?

দক্ষিণ ভারতের নায়িকা, পরিচালক আর সঙ্গীত পরিচালক মিলে শাহরুখ খানকে কোন নয়া অবতারে হাজির করছেন সেটা ট্রেলারে কিছুটা স্পষ্ট। এবার অনুমানকে বড়পর্দায় মিলিয়ে নেবার পালা। শাহরুখ অনুরাগীরা আজ রাত জাগবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। কেউ কাকভোরে সিনেমা দেখবেন কেউ আবার উত্তেজনার বশেই সারারাত ঘুমোতে পারবেন না। এবার কি তাহলে প্রথমদিনই ১০০ কোটি ছুঁয়ে ফেলবে? অগ্রিম বুকিংয়ের নিরিখে সিনে বিশ্লেষকদের একাংশ মনে করছেন শাহরুখের ছবির ব্যবসা ৭৫ কোটি প্রথম দিনেই ছাড়িয়ে যাবে। আরেক দল বলছে মতে মুক্তির অন্তত ৬০-৭০ কোটি টাকা আয় তো হবেই। তবে দুই ক্ষেত্রেই তা ‘পাঠান’-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছাড়িয়ে যাবে।যদিও এটা শুধুই দেশের রেকর্ড। বিদেশেও নজরকাড়া উন্মাদনা। কিন্তু এত আগ্রহের মাঝে কিছুটা আশাহত দিল্লির শাহরুখ ফ্যানেরা। বেশ কয়েকটি সিনেমা হলে নাকি উইকএন্ড শো দেখার সুযোগ দর্শকরা পাবেন না। কেন? আসলে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীতে G20 সামিট (G20 Summit) হবে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে শুক্রবার অর্থাৎ ৮ তারিখ থেকেই দিল্লিতে নানা জায়গায় বিধিনিষেধ থাকছে । এই পরিস্থিতিতে দিল্লিতে PVR প্লাজা, INOX ওডিয়ন, PVR রিভলি, PVR ECX-এর মতো মাল্টিপ্লেক্স ওই দুদিন শো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version