Monday, August 25, 2025

কংগ্ৰেসের একমাত্র দুর্গের পতন, এবার তৃণমূলের দখলে ঝালদা পুরসভা

Date:

পুরুলিয়া ঝালদা পুরসভার এবার হাতছাড়া হল কংগ্রেসের (Congress)। জোর করে চেয়ারম্যান সহ দলের পাঁচ সদস্যকে এতদিন দলে থাকতে বাধ্য করেছিল কংগ্ৰেস। বুধবার তারা বিদ্রোহ করলেন। শুধু বিদ্রোহ নয়, যোগ দিলেন তৃণমূল কংগ্ৰেসে (AITC)। খোদ পুরপ্রধান শীলা চট্টোপাধ্য়ায় ও ৪ কাউন্সিলার যোগ দিলেন তৃণমূলে। দলবদল করলেন তপন কান্দুর ভাইপো মিঠুনও। ফলে ১২ সদস্যের ঝালদা পুরসভায় প্রায় মুছে গেল কংগ্ৰেস। কংগ্রেসের সদস্য সংখ্যা থাকলো মাত্র দুজন। তৃণমূল কংগ্রেসের সদস্যসংখ্যা ৫ থেকে বেড়ে হল ১০। পুরপ্রধান নিজেই কংগ্ৰেস ছেড়েছেন। ফলে তিনিই পুরপ্রধান থাকছেন। উপপৌরপ্রধান পদে আসবে নতুন মুখ।

বুধবার দলবদলের সিদ্ধান্ত নেন ঝালদার পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায় সহ কাউন্সিলার বিজয় কান্দু, মিঠুন কান্দু, পিন্টু চন্দ্র ও সোমনাথ কর্মকার। দলবদলের ইচ্ছা প্রকাশ করে তারা যোগাযোগ করেন স্থানীয় বিধায়ক সুশান্ত মাহাতো ও জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমারের সঙ্গে। বুধবার বিকেলে এই দুই নেতা এবং পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তারা।

জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার বলেন, কংগ্ৰেসের নেতিবাচক মনোভাবের জন্য ঝালদায় উন্নয়ন হচ্ছিল না। ফলে বিরক্ত হয়ে উঠেছিলেন চেয়ারম্যান ও কাউন্সিলাররা। তাদের দলে স্বাগত জানানো হয়েছে। বিধায়ক সুশান্ত মাহাতো বলেন, ঝালদার মানুষ এবার নাগরিক পরিষেবা যথাযথ ভাবে পাবেন। কংগ্ৰেস শুধু রাজনীতি করে এখানে। কাজ করে না। তৃণমূল কংগ্রেসে নবাগত চেয়ারম্যান শীলা চট্টোপাধ্যায় বলেন, উন্নয়নের সঙ্গে থাকতে স্বেচ্ছায় দল বদলেছেন তারা। এবার ঝালদার মূল সমস্যাগুলি সমাধানে দ্রুত কাজ করা হবে।

আরও পড়ুন- কবে থেকে শুরু হবে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা? জানাল KMRCL

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version