Friday, January 30, 2026

বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মা*ন্তিকভাবে মৃ*ত্যু কর্তব্যরত পুলিশ কর্মী সহ ১ সিভিক ভলান্টিয়ারের, আহ*ত ৪

Date:

Share post:

বেপরোয়া গতির কন্টেনারের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মী-সহ ২ জনের। বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে। জখম আরও তিন পুলিশ কর্মী। ঘাতক কন্টেনারটিকে আটক করলেও চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ম.র্মান্তিকভাবে মৃ.ত্যু কলেজ পড়ুয়ার
কাকভোরে মর্মান্তিক এই দুর্ঘটনার পর পরই আহত পুলিশকর্মীদের উদ্ধার করে তাঁদের স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় হোটেলকর্মীরা। কিন্তু তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন খড়গপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোজকার মতই বুধবার রাতে জাতীয় সড়কে পেট্রলিংয়ের কাজ করছিলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। কিন্তু আচমকাই দাঁড়িয়ে থাকা দ্রুত গতিতে থাকা একটি কন্টেনার ধাক্কা মারে কর্তব্যরত পুলিশকর্মী সহ ২ জনকে। বিকট আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থনীয়রা। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মী এবং এক সিভিক ভলান্টিয়ারের। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মেদিনীপুর মেডিক্যালে তাঁদের চিকিৎসা চলছে। অন্যদিকে ঘাতক কন্টেনারটির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
প্রত্যদর্শীরা জানান, দুর্ঘটনার তীব্রতায় গাড়ির পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ভিতর থেকে ভেসে আসছিল পুলিশ কর্মীদের আর্তনাদ। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে।

 

spot_img

Related articles

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...