Wednesday, November 5, 2025

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ম.র্মান্তিকভাবে মৃ.ত্যু কলেজ পড়ুয়ার

Date:

Share post:

ফের রাজ্যে কলেজ পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু! বারাসতের কলেজ থেকে হাওড়ার দেউলটিতে বাড়ি ফেরার সময় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার। মঙ্গলবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রীর নাম শ্রাবন্তী ঘোষ। তাঁর বাড়ি বাগনান থানার শরৎ পঞ্চায়েতের মেল্লক এলাকায়।কলেজ পড়ুয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

আরও পড়ুনঃ ভোর হতেই দোর খুলল ‘জওয়ান’, বৃষ্টি ভেজা কলকাতায় শাহরুখ-সাইক্লোন!
জানা গিয়েছে, মঙ্গলবার ওই ছাত্রী হাওড়া থেকে যে ট্রেনটি ধরে দেউলটি ফিরছিলেন, সেটি ছিল গ্যালোপিং লোকাল।ট্রেনটি বাগনানের পর একেবারে মেচেদা স্টেশনে গিয়ে দাঁড়ায়। কিন্তু তাঁর নামার ছিল দেউলটিতে। তাই নামতে গিয়ে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেয় ওই পড়ুয়া। তাতেই ঘটে যায় বিপত্তি। ট্রেন থেকে ছিটকে স্টেশনে পড়ে গুরুতর আঘাত পায় শরীরে।
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অনান্য যাত্রীরা তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে কাছেই এক নার্সিংহোমে নিয়ে যান। খবর দেওয়া হয় পরিবারের লোকদের। আসে রেল পুলিশও। মাথায় আঘাত লাগার কারণে সেখান থেকে সকলে মিলে তাঁকে কলকাতার মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু বুধবার সকালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই তরুণীর।
ঘটনার পর স্থানীয় পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য বলেন, “ওই তরুণী তাঁর বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। মেয়েকে হারিয়ে তাঁরা খুবই ভেঙে পড়েছে। বারাসতের এক কলেজে অ্যানিমেশন নিয়ে পড়াশোনার জন্য ভর্তি হয়েছিল শ্রাবন্তী। লোকাল ট্রেনে যাতায়াতের ব্যাপারে ও নতুন, তাই জানতো না যে গ্যালোপিং ট্রেন দেউলটিতে দাঁড়ায় না। তাই নামার জন্য ঝাঁপ দেয়। এটা খুবই দুঃখজনক ঘটনা।” ঘটনায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি।

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...