Saturday, November 29, 2025

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ম.র্মান্তিকভাবে মৃ.ত্যু কলেজ পড়ুয়ার

Date:

Share post:

ফের রাজ্যে কলেজ পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু! বারাসতের কলেজ থেকে হাওড়ার দেউলটিতে বাড়ি ফেরার সময় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার। মঙ্গলবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রীর নাম শ্রাবন্তী ঘোষ। তাঁর বাড়ি বাগনান থানার শরৎ পঞ্চায়েতের মেল্লক এলাকায়।কলেজ পড়ুয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

আরও পড়ুনঃ ভোর হতেই দোর খুলল ‘জওয়ান’, বৃষ্টি ভেজা কলকাতায় শাহরুখ-সাইক্লোন!
জানা গিয়েছে, মঙ্গলবার ওই ছাত্রী হাওড়া থেকে যে ট্রেনটি ধরে দেউলটি ফিরছিলেন, সেটি ছিল গ্যালোপিং লোকাল।ট্রেনটি বাগনানের পর একেবারে মেচেদা স্টেশনে গিয়ে দাঁড়ায়। কিন্তু তাঁর নামার ছিল দেউলটিতে। তাই নামতে গিয়ে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেয় ওই পড়ুয়া। তাতেই ঘটে যায় বিপত্তি। ট্রেন থেকে ছিটকে স্টেশনে পড়ে গুরুতর আঘাত পায় শরীরে।
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অনান্য যাত্রীরা তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে কাছেই এক নার্সিংহোমে নিয়ে যান। খবর দেওয়া হয় পরিবারের লোকদের। আসে রেল পুলিশও। মাথায় আঘাত লাগার কারণে সেখান থেকে সকলে মিলে তাঁকে কলকাতার মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু বুধবার সকালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই তরুণীর।
ঘটনার পর স্থানীয় পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য বলেন, “ওই তরুণী তাঁর বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। মেয়েকে হারিয়ে তাঁরা খুবই ভেঙে পড়েছে। বারাসতের এক কলেজে অ্যানিমেশন নিয়ে পড়াশোনার জন্য ভর্তি হয়েছিল শ্রাবন্তী। লোকাল ট্রেনে যাতায়াতের ব্যাপারে ও নতুন, তাই জানতো না যে গ্যালোপিং ট্রেন দেউলটিতে দাঁড়ায় না। তাই নামার জন্য ঝাঁপ দেয়। এটা খুবই দুঃখজনক ঘটনা।” ঘটনায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি।

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...