Saturday, November 29, 2025

ভুল না শুধরে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে চ্যালেঞ্জ জানিয়ে ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল

Date:

Share post:

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ‘একতরফা’ উপাচার্য নিয়োগ নিয়ে গত মঙ্গলবার শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এও বলেছিলেন, বিশ্ববিদ্যালয়গুলি রাজ্যপালের কথা শুনে চললে টাকা বন্ধ করে দেবেন।মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে স্বাগত জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাতজোড় করে রাজ্যের সাংবিধানিক প্রধান জানান, “বাইরে নয়, যা প্রতিবাদ করার রাজভবনের ভিতরে এসে করতে পারেন”।

আরও পড়ুনঃফের মেট্রোয় আত্ম*হ*ত্যার চেষ্টা! অফিসটাইমে ব্যাহত মেট্রো চলাচল

বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে একটি অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে বাংলায় বিবৃতি দিয়ে এও অভিযোগ করেন, তিনি যে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন, তাঁদের ইস্তফা দেওয়ার জন্য শিক্ষা দফতর থেকে আমলারা হুমকি দিচ্ছেন। রাজ্যপালের কথায়, নেতাজির নামে শপথ করে বলছি এর শেষ দেখে ছাড়ব।
রাজ্যপাল আরও বলেন, “বিশ্ববিদ্যালয়গুলি হিংসা মুক্ত করা অত্যন্ত প্রয়োজন। আমি উপাচার্য। আমি চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলি দেশের সেরা হোক। বিশ্ববিদ্যালয়গুলি সুষ্ঠুভাবে পরিচালন করার জন্য উপাচার্য নিয়োগ করা দরকার। রাজ্য সরকার যেভাবে উপাচার্য নিয়োগ করেছিল, তাকে বেআইনি বলেছে সুপ্রিম কোর্ট। তাই সবাইকে ইস্তফা দিতে হয়েছে। এই অবস্থায় আচার্য হিসাবে আমাকে অন্তবর্তী উপাচার্য নিয়োগ করেছিল। শিক্ষাদফতর বলল এটা ভুল। হাইকোর্ট বলল ঠিক”।
এর পরই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যপাল। তাঁর কথায়, “আপনারা জানতে চাইবেন, কেন সরকারের মনোনীত উপাচার্য নিয়োগ করতে পারিনি। তার কারণ হল, তাঁদের মধ্যে কেউ ছিল দুর্নীতিপরায়ণ, কেউ ছাত্রীর শ্লীলতাহানি করেছে, কেউ রাজনৈতিক খেলা খেলছিল। এখন আপনারাই বলুন বিশ্ববিদ্যালয়ে কি এমন অন্তবর্তী উপাচার্য থাকা উচিত যিনি দুর্নীতি করবেন, বা ছাত্রীদের শ্লীলতাহানি করতে পারেন”।
রাজ্যপাল যাঁদের অন্তবর্তী উপাচার্য পদে নিয়োগ করেছিলেন, তাঁদের মধ্যে পাঁচ জন ইস্তফা দিয়েছেন। রাজ্যপাল এদিন বলেন, “কেন তাঁরা ইস্তফা দিয়েছেন জানেন? শিক্ষা দফতরের আমলারা তাঁদের হুমকি দিয়েছেন ইস্তফা দেওয়ার জন্য। ওই উপাচার্যরা গোপনীয়তার সঙ্গে আমাকে এটা জানিয়েছেন।”

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...