Friday, December 5, 2025

দুর্গাপুজো-লক্ষ্মী পুজোয় শহরে বিশ্বকাপ-আইএসএল, মাথায় হাত ক্রীড়াপ্রেমীদের

Date:

Share post:

৫ অক্টোবর থেকে শুরু ক্রিকেট বিশ্বকাপ। আবার অক্টোবরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অক্টোবর হল বাঙালির উৎসবের মাস। অক্টোবরেই রয়েছে লক্ষ্মী পুজোও।  ইতিমধ্যেই ঘোষিত হয়ে গিয়েছে বিশ্বকাপের সূচি। আর বিশ্বকাপের সূচি প্রকাশ হতেই প্রশ্ন শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোয় বাঙালি কি প্যান্ডেলে ঠাকুর দেখতে যাবে, না কি নতুন পোশাকে ছুটবে স্টেডিয়ামে? আর এই প্রশ্ন ফের একবার উঠল আইএসএল-এর সূচি প্রকাশ হতেই। বৃহস্পতিবার আইএসএল-এর সূচি প্রকাশ হতেই বাঙালির মাথায় হাত। প্রশ্ন একটাই মাঠে গিয়ে খেলা দেখবেন নাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সামিল হবেন।

পুজো শুরু হতে মাত্র কয়েকটা দিন বাকি। পুজোর মধ্যেই শহরে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগের সূচি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুজোর মধ্যেই ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে। একই ভাবে রয়েছে টিম ইন্ডিয়ার বিশ্বকাপের ম্যাচও।

বৃহস্পতিবার আইএসএল-এর সূচি প্রকাশ হতে দেখা যায়, লক্ষ্মী পুজোর দিন প্রথম লেগে মুখোমুখি হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তবে তার আগে সপ্তমীর দিন আরও একটা ম্যাচ রয়েছে লাল-হলুদের। সেদিন এফসি গোয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ খেলবে কার্লোস কুয়াদ্রাতের দল। এখন প্রশ্ন হল পুজোর মধ্যে ঠাকুর দেখতে যাবেন নাকি, প্রিয় দলের ম্যাচ দেখতে, এই সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তরজা। যদিও অনেকেই প্রশ্ন তুলেছেন আইএসএল-এর সূচি নিয়ে। তবে কলকাতার দুই ক্লাব এখনও অবধি আপত্তি জানায়নি।

এদিকে এবারের পুজোর সময়ই ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। মহালয়া, পঞ্চমী এবং অষ্টমীতে ভারতের ম্যাচ রয়েছে। তবে কোনটাই কলকাতায় নয়। রোহিত শর্মারা যখন মাঠে নামবেন, তখন কি আর টিভি বা মোবাইলের সামনে বসে থাকতে পারবেন ক্রিকেট ফ্যানরা, নাকি ওই চারদিন পুজোর আনন্দেই মেতে থাকবেন তাঁরা? এটা নিয়েই ওঠছে প্রশ্ন। এদিকে লক্ষ্মীপুজোর দিন ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ বিশ্বকাপের খেলা রয়েছে। বিশ্বকাপে এটাই কলকাতায় প্রথম ম্যাচ। তুলনায় কম ওজনের দুই দেশ মুখোমুখি হলেও সেই ম্যাচ দেখতে দর্শকদের প্রবল আগ্রহ। প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে। আবার ওই আইএসএল-এর প্রথম ডার্বি। সব নিয়ে বাঙালির মাথায় হাত।

আরও পড়ুন:আমেরিকায় ট্রাম্পের সঙ্গে গল্ফ খেললেন ধোনি, দেখলেন আলকারাজের ম‍্যাচও, ভাইরাল মুহূর্ত

 

 

 

 

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...