Sunday, August 24, 2025

দ.লিত বলেই আমন্ত্রিত নন! জি-২০’র নৈশভোজে খাড়গেকে না ডাকায় বি.স্ফোরক কংগ্রেস

Date:

জি ২০ সম্মেলনের (G20) ঠিক প্রাক্কালে শনিবারই নৈশভোজের (Dinner) আয়োজন করেছেন রাষ্ট্রপতি (President)। দিল্লির প্রগতি ময়দান কমপ্লেক্সের ‘ভারত মন্ডপমে’ হাজির হবেন আমন্ত্রিতরা। আর সেখানেই আমন্ত্রণ পেলেন না কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। তবে কেন আমন্ত্রণ পেলেন না মল্লিকার্জুন? তামিলনাড়ুর কংগ্রেস নেতা মোহন কুমারমঙ্গলের (Mohan Kumarmangal) অভিযোগ, শুধুমাত্র দলিত হওয়ার কারণেই আমন্ত্রণ পাননি খাড়গে।

জানা গিয়েছে, শনিবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নেতৃত্বে যে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে, তাতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীরা আমন্ত্রণ পেলেও, আমন্ত্রণ পাননি মল্লিকার্জুন খাড়গে। এমনটাই দাবি করা হয়েছে খাড়গের অফিসের তরফে। তবে কংগ্রেস নেতার অফিসের তরফে জানানো হয়েছে, জি-২০ নৈশভোজে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দেশের সবথেকে বড় বিরোধী রাজনৈতিক দলের সভাপতি। তবে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা আমন্ত্রণ পেলেও খাড়গেকে কেন আমন্ত্রণ জানানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। আর এমন প্রশ্ন ওঠার পরই কার্যত চাপে পড়ে কেন্দ্রের সাফাই, শুধুমাত্র আমন্ত্রণ জানানো হয়েছে সরকারের সব দফতরের মন্ত্রী, শীর্ষস্তরের আমলা, সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের। সেই সঙ্গে ওই নৈশভোজে আমন্ত্রিত ৫০০ জন শিল্পপতি। সেই তালিকায় রাজনৈতিক নেতাদের কোনও ঠাঁই নেই।

তবে, বিদেশি নেতাদের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজ ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’-র পরিবর্তে উল্লেখ করা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। যা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। কেন্দ্রীয় সরকার দেশের নাম ‘ইন্ডিয়া’-র পরিবর্তে ‘ভারত’ করার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়। মোদি বিরোধী জোটের নাম ‘ ইন্ডিয়া’ হওয়ায়, সরকারের এই সিদ্ধান্ত বলে দাবি করেছেন বিরোধীরা।

 

 

 

 

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version