Thursday, August 21, 2025

ডায়াবেটিস (Diabetes)রোগিদের জন্য ইনসুলিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে যাতে এই ইনসুলিনের সমস্যা না হয় সেই কারণে এবার সাহায্যের হাত বাড়াল মার্কিন মুলুক। হায়দরাবাদ ভিত্তিক সংস্থা জেনেসিস বায়োলজিকসের (GeneSys Biologics Pvt Ltd) সাথে ৫০ মিলিয়ন ডলার বা প্রায় ৪০০ কোটি টাকার ঋণের চুক্তি করেছে মার্কিন ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন (Development Finance Corporation)। সাধারণত তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে কৃষি, জলবায়ু এমনকি স্বাস্থ্যখাতেও বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে এই সংস্থা। এবার ভারতের স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করতে বড় পদক্ষেপ DFC-এর।

বছর তিনেক আগে বিশ্বে যখন কোভিড ভাইরাসের বাড়বাড়ন্ত তখন আমেরিকার পাশে দাঁড়িয়েছিল ভারত। এদেশ থেকে বিপুল পরিমাণে হাইড্রোক্সিক্লোরোকুইন সেদেশে পাঠানো হয়েছিল। যদিও ওই ওষুধের কার্যকারিতা প্রশ্নাতীত নয় তবুও আমেরিকা সেই সাহায্য ভোলেনি বলেই মনে করা হচ্ছে। ৪০০ কোটি টাকা ঋণ পেয়ে জেনেসিস বায়োলজিকস তেলেঙ্গানায় একটি অত্যাধুনিক ওষুধ প্রস্তুতকারক ইউনিট গড়বে বলে জানা যাচ্ছে। এই সংস্থা আমেরিকার সাহায্য নিয়ে ডায়েবেটিস চিকিৎসায় যুগন্তকারী পরিবর্তন আনার অঙ্ক কষছেন। ফলে ভারত সহ গোটা বিশ্ব লাভবান হবে বলেই আশা। কিন্তু এতে আমেরিকার কি কোনও স্বার্থই নেই? বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকায় ইনসুলিনের চড়া দামের বিষয়ে মোটামুটি অনেকেই জানেন। এই আবহে জেনেসিস তাদের তৈরি ইনসুলিন আমেরিকায় সস্তায় বিক্রি করার পরিকল্পনা করছে। এতে দুই দেশের জন্যই এক স্বাস্থ্যকর আবহ তৈরি হবে যা অর্থনৈতিক সমৃদ্ধিতেও সাহায্য করবে। ভারতে ইনসুলিন আরও সস্তা হবে। মার্কিন সংস্থা সিভিকা আরএক্স-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে জেনেসিস বায়োলজিকস।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version