Tuesday, August 26, 2025

নভেম্বরেই ভার্চুয়াল অধিবেশন! দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সমাপ্তি ঘোষণা মোদির

Date:

নভেম্বরে (November) মাসে ভার্চুয়াল অধিবেশন। রবিবার দিল্লিতে জি-২০ (G20 Summit) শীর্ষ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করে এমনই ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন নয়া দিল্লির ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই অধিবেশনেই সভাপতিত্ব হস্তান্তর হয়। তারপরই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী। শনিবার থেকে এই সম্মেলন শুরু হয়। সেই সম্মেলনে অংশ নেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, ব্রাজিলিয়ান রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা-সহ জি ২০-র বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

রবিবার সমাপ্তি ঘোষণার আগে পরবর্তী জি-২০ সম্মেলনের সভাপতিত্ব অর্পণ করা হয় ব্রাজিলের (Brazil) রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হস্তান্তর করেন। তারপরই তিনি সমাপ্তি ঘোষণা করে জানিয়ে দেন আগামী নভেম্বর মাসে ভার্চুয়াল অধিবেশন হবে। তারপর জি-২০ শীর্ষ সম্মেলন বসবে ব্রাজিলে। জানা গিয়েছে, চলতি বছরের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করবে ব্রাজিল। দিল্লিতে জি-২০ সম্মেলনে উপস্থিত হয়ে ব্রাজিলের রাষ্ট্রপতি অর্থনীতি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। এবার ভারতের গুণগ্রাহী লুলা দ্য সিলভার হাতেই অর্পণ তুলে দেওয়া হল সভাপতিত্বের ব্যাটন। এদিন নরেন্দ্র মোদি ব্যাটন তুলে দিয়ে জি-২০ সম্মেলনের পরবর্তী সভাপতিত্বের জন্য ব্রাজিলকে শুভেচ্ছা জানান।

২০২৪-এ জি-২০ সম্মেলনের হবে ব্রাজিলে। সেখানই মিলিত হবে জি-২০ গোষ্ঠীর সমস্ত সদস্য দেশ। তবে জি-২০ সম্মেলনের বৈঠকে উপস্থিত হয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা বলেন, একশ্রেণির মানুষের হাতেই সব সম্পদ রয়েছে। লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার জ্বালা নিয়ে দিন কাটাচ্ছেন। সমাজ থেকে অসাম্য দূর করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, লিঙ্গ এবং জাতি বৈষম্য দূর করতে হবে। এদিকে রবিবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বাইডেন, সুনক থেকে শুরু করে স্পেনের ভাইস প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনো,  জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা সহ বিশিষ্ট রাষ্ট্রনেতারা।

 

 

 

 

 

 

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version