Wednesday, January 14, 2026

আজ পাক ম‍্যাচে ঈশান না রাহুল? কাকে ভরসা করবেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

আজ এশিয়া কাপের সুপার ফোরের ম‍্যাচ নামছে ভারত। প্রতিপক্ষ পাকিস্তান। শনিবার সকালে প্রেমদাসা স্টেডিয়ামে প্রেস কনফারেন্স করতে এসে বাবর আজম বলছিলেন, আজ তো আকাশ একদম পরিষ্কার। ম্যাচেও এরকম থাকলে ভাল হয়। এটাই ভারত-পাক ক্রিকেটপ্রেমীদের মনের কথা। ক্যান্ডিতে দু’দলের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। আবার এমন হোক কেউ চায় না। কিন্তু না চাইলে কী হবে, চলতি সপ্তাহে ৮০-৯০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দ্বীপরাষ্ট্রে। ফলে রবিবাসরীয় ম্যাচের আগে সবাই এখন আকাশের দিকে তাকিয়ে। শুধু এটা বলার, বুধ ও বৃহস্পতিবার প্রবল বৃষ্টি হওয়ার পর শুক্রবার থেকে সেটা কমেছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল তবু এই ম্যাচ ও ফাইনালে রিজার্ভ ডে রেখেছে। যা নিয়ে বিতর্কও হচ্ছে। কয়েকটি দলের পক্ষ থেকে বলা হচ্ছে এটা ভারতকে সুবিধা পাইয়ে দিতে। যাই হোক, মোদ্দা কথা হল মেগা ম্যাচের আগে চর্চায় সেই বৃষ্টি। পাকিস্তান আর শ্রীলঙ্কা যাতায়াত করতে করতে ঈষৎ বিরক্ত বাবর এদিন বলেও দিলেন, বৃষ্টি হলে কী করব! এর উপর তো আমাদের কারও হাত নেই!

ক্যান্ডির পর কলম্বোতে এসে একটা পরিবর্তন দুটো দলেরই হয়েছে। সকালে পাকিস্তান প্র্যাকটিস করে নিয়েছিল। ভারতও তাই। যেটা পাল্লেকেল স্টেডিয়ামে সন্ধ্যায় হয়েছিল। ভারতের জন্য আর একটা পরিবর্তন হয়েছে। কে এল রাহুল নেটে যোগ দিয়েছেন দিন কয়েক হল। বাবা হওয়ার পর শ্রীলঙ্কায় ফেরত এসেছেন যশপ্রীত বুমরাহও। তবে বুমরাহ নন, ভারতীয় ড্রেসিংরুমের মাথাব্যথা রাহুলকে নিয়ে। ঈশান কিষাণ যে ফর্মে আছেন, তাতে রাহুল কোথায় ফিট হবেন?  কিন্তু তিনি শনিবার নেটে ৪৫ মিনিট কিপিং করেছেন। তাহলে কি বিশ্বকাপের কথা মাথায় রেখে রাহুলেই ভরসা রাখতে চলেছে দল? প্রশ্ন আরও এক জায়গায়। বুমরা না থাকায় নেপাল ম্যাচে মহম্মদ শামি খেলেছিলেন। এবার কি তাহলে শার্দূল ঠাকুর শামিকে জায়গা করে দেবেন? শনিবার অনুশীলনে মিনিট ২০ টানা ব্যাট করেন রবীন্দ্র জাদেজা। কিন্তু মেগা ম্যাচের আগে মাঠে আসেননি অধিনায়ক রোহিত, বিরাট ও হার্দিক পাণ্ডিয়া। বুধ ও বৃহস্পতিবার প্রবল বর্ষণের পর শনিবার কলম্বোর আকাশে ঝকঝকে রোদ্দুর উঠেছিল। এতে পাল্লেকেল আর হাম্বানতোতার মাঠকে প্রস্তুত রাখতে হচ্ছে না। শ্রীলঙ্কা ক্রিকেট এই দুই মাঠকে তবু প্রস্তুত রেখেছিল। পাল্লেকেলে শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ ভারতীয় টপ অর্ডারকে চাপে ফেলে দেওয়ার পর দলকে টেনেছেন ঈশান ও হার্দিক পান্ডিয়া। তাঁরা ১৩৮ রানের পার্টনারশিপ খেলে দলের রানকে ২৬৬-তে পৌঁছে দিয়েছিলেন। রবিবার ভারতীয় টপ অর্ডারকে রান করতে হবে। তবে শাহিনরাও ছেড়ে কথা বলবেন না।

আরও পড়ুন:আজ ভারত-পাক মহারণ, শাহিনদের নিয়ে বড় মন্তব্য শুভমনের

 

 

 

 

spot_img

Related articles

অর্ঘ্য সেনের প্রয়াণ অপূরণীয় ক্ষতি, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মৃত্যুতে সোশ্যালমিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর 

বাংলার সাংস্কৃতিক জগতে নক্ষত্রপতন। বুধের সকালে প্রয়াত কিংবদন্তি শিল্পী অর্ঘ্য সেন (Arghya Sen)। ৯০ বছর বয়সে রবীন্দ্র সংগীত...

কামারেড্ডি জেলায় আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন, মামলা দায়ের পুলিশে 

চলতি সপ্তাহেই তেলঙ্গানার কামারেড্ডি জেলায় ৫০০ কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এবার আরও ২০০ পথকুকুরকে লিথাল...

বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (fire...

সংক্রান্তিতে কলকাতার পারদ ১৩ ডিগ্রি, শনিবার পর্যন্ত রাজ্যে কুয়াশার দাপট

মকর সংক্রান্তিতে কি কলকাতার জন্য শীত সাময়িক 'বিশ্রাম' নিয়ে নিল, নাকি ১০-১১ ডিগ্রি ঠান্ডা অনুভব করে ফেলায় বুধের...