মধ্যরাতের দুর্ভো.গ কাটল না বেলা দ্বিপ্রহরেও, এখনও অনিয়মিত ট্রেন চলাচল

রেলের হকাররা বলছেন কাল মধ্যরাত থেকেই এই সমস্যা চলছে। অথচ রেলের তরফে এই নিয়ে কোনও হেলদোল নেই বলেই অভিযোগ।

রেলের অব্যবস্থার ছবিটা রবিবারেও স্পষ্ট। গতকাল মধ্যরাত থেকে যে দুর্ভোগ শুরু হয়েছে আজ বেলা দ্বিপ্রহরেও তার থেকে মুক্তি পেলেন না ট্রেন যাত্রীরা। রবিবার এমনিতেই ট্রেনের সংখ্যা কম থাকায় যাত্রীদের সমস্যা হয়। কিন্তু তার সঙ্গে রেলের কাজের কারণে যেভাবে বিভিন্ন স্টেশনে গাড়ি দাঁড়িয়ে থাকছে এবং নির্ধারিত সময় থেকে অনেকটা দেরিতে লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন ছাড়ছে, ফলে গন্তব্যে পৌঁছতে চরম নাকাল যাত্রীরা। হাওড়া থেকে ব্যান্ডেল বর্ধমানের দিকে ট্রেন দেরিতে ছাড়ার জন্য উল্টো দিক থেকে ট্রেন সময় মত আসতে পারছে না। রেলের হকাররা বলছেন কাল মধ্যরাত থেকেই এই সমস্যা চলছে। অথচ রেলের তরফে এই নিয়ে কোনও হেলদোল নেই বলেই অভিযোগ।

হাওড়া কারশেডে লাইনে কাজ হচ্ছে। এছাড়াও মেন লাইনে ব্যান্ডেল পর্যন্ত যেতে একাধিক স্টেশনের মাঝে লাইনেও কাজ চলার কারণে ট্রেন চলাচল ব্যাহত।কিন্তু রেলের তরফে কোনও স্টেশনে কোনও রকম ঘোষণা শোনা যায়নি। এখনও পর্যন্ত এই নিয়ে কোনও বিবৃতিও দেয়নি রেল। গত রবিবার উত্তরপাড়া ও বালি স্টেশনের মাঝে কাজের জেরে বিকেল চারটে পর্যন্ত ব্যাহত হয় ডাউন লাইনে ট্রেন চলাচল। গতকাল সারারাত ট্রেন চলাচল করেছে এবং ভোর রাতে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন যাত্রীরা। ভুক্তভোগী যাত্রীদের অনেকের বক্তব্য, এই ধরনের অব্যবস্থা লেগেই রয়েছে। ট্রেন সময়ে চলাটাই এখন বিস্ময় হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বলছেন অটোমেটিক ইন্টারলকিং সিস্টেম বলবৎ হওয়ার পর থেকেই সমস্যা বেড়েছে।

Previous articleআজ ভারত-পাক মহারণ, শাহিনদের নিয়ে বড় মন্তব্য শুভমনের
Next articleআজ পাক ম‍্যাচে ঈশান না রাহুল? কাকে ভরসা করবেন ভারত অধিনায়ক?